যে ১৫টি বড় রেকর্ড ভেঙে দিয়েছে পাঠান

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪৭, শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১৪ মাঘ ১৪২৯

মুক্তির পরপরই সুনামির মতো ঝড়ো বেগে ছুটে যাচ্ছে পাঠান। বিশ্বজুড়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড করেই যাচ্ছে সিনেমাটি। মুক্তির মাত্র তিনদিনে ‘পাঠান’ বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিয়েছে। শুধু ভারতেই নয়, বেশ কয়েকটি দেশের ব্ক্স অফিস রেকর্ডে নিজেদের পতাকা উড়িয়েছে পাঠান। সিনেমা বিশ্লেষকদের ধারণা, খুব শীঘ্রই বিশ্বব্যাপী বলিউড রেকর্ডগুলো একজন ব্যক্তির নামের পাশে উজ্জ্বল করবে। তিনি শাহরুখ খান।

 

বক্স অফিস সূত্র মতে, এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে পাঠান তার উদ্বোধনী সপ্তাহে ১৬৩ কোটি (আরো বাড়বে) রুপির মতো সংগ্রহ করেছে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও পাঠান ছুটছে ঝড়ের বেগে। দুই দিনের আন্তর্জাতিক বক্স অফিসে আয় করে নিয়েছে ২৫০ কোটি রুপির বেশি। বাণিজ্য সূত্র অনুসারে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন ধামাকা পাঠান আন্তর্জাতিক বাজারে উদ্বোধনী সপ্তাহান্তে ৩০০ কোটি রুপি আয় ছাড়িয়ে যাবে। এছাড়াও বক্স অফিসে বেশ কিছু দুর্দান্ত রেকর্ড নিজের নামের পাশে করে নিয়েছে বলিউড বাদশাহর পাঠান। দেখে নিন এমন ১৫টি বড় রেকর্ড, যা পাঠান মাত্র তিনদিনেই ভেঙে দিয়েছে।

  • হিন্দি চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে বড় নন-হলিডে উদ্বোধনী আয়
  • বলিউডের সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় (৫৭ কোটি রুপি)
  • সর্বকালের সবচেয়ে বড় একক দিনের আয় 
  • সর্বকালের সবচেয়ে বড় দ্বিতীয় দিনের আয়
  • ভারতে সবচেয়ে বড় হলিডে কালেকশন (১২৭ কোটি)
  • বলিউডের প্রথম চলচ্চিত্র যা পরপর দুই দিনে ৫০ কোটির বেশি আয় করেছে
  • এক দিনে ৬০ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্র
  • একদিনে ৬৫ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্র
  • এক দিনে ৭০ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্র
  • ২ দিনে ভারতে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা প্রথম চলচ্চিত্র
  • ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা দ্রুততম চলচ্চিত্র
  • বিশ্বব্যাপী ১ দিনে ১০০ কোটি রুপি আয় করা প্রথম বলিউড চলচ্চিত্র
  • বিশ্বব্যাপী বক্স অফিসে দ্রুততম ১০০ কোটি রুপি আয় 
  • বিশ্বব্যাপী বক্স অফিসে সবচেয়ে দ্রুত ২০০ কোটি আয়
  • বিশ্বব্যাপী বক্স অফিসে দ্রুততম ২৫০ কোটি রুপি আয়
     

এছাড়াও পিভিআর, আইনক্স, সিনেপোলিস ও ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইন সহ ভারতের সব ধরনের থিয়েটারে প্রথম দুই দিনে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র এবং জার্মানি, মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশে ভারতীয় চলচ্চিত্র হিসেবে প্রথম দিনের আয়ে আগের সব রেকর্ড ভেঙেছে পাঠান। মাত্র দুই দিনেই ৭৫টি রেকর্ড নিজের নামের পাশে করে নিয়েছে সিনেমাটি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহ শেষে বলিউডের বেশিরভাগ বক্স অফিস রেকর্ডই থাকবে পাঠান শাহরুখের ঝুলিতে। শাহরুখ ভক্তদের প্রত্যাশাও সেটাই। দেখা যাক, কোথায় গিয়ে থামে এই পাঠান ঝড়!

সূত্র : পিঙ্কভিলা

বিষয়ঃ মুভি

Share This Article