পেলে-রোনালদোর পাশে একমাত্র নেইমার

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৫, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ২১ অগ্রহায়ণ ১৪২৯

গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পড়েছিলেন ইনজুরিতে। কেলতে পারেননি পরের দুই ম্যাচ। নেইমার ফিরলেন নক-আউটে দক্ষিণ কোয়ারিয়ার বিপক্ষে। ফিরেই দেখালেন কেনো তাকে বল হয় ব্রাজিলের প্রাণভোমরা। মাঠে ফিরেই ১২ মিনিট লাগলো গোল পেতে। আর সেই গোল দিয়েই অনন্য এক রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন নেইমার। 

নক আউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমত ছেলেখেলা করলো ব্রাজিল। ম্যাচের মাত্র ৭ মিনিটেই শুরু। কোরিয়ান রক্ষণকে ছিন্নভিন্ন করে ম্যাচের ৩৬ মিনিটের ভেতরেই এক হালি গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে  এক পা ব্রাজিলের। শেষমেশ ৪-১ গোলে জিতে শেষ আটে চলে গেলো সেলেসাওরা। 

ব্রাজিলের ৪ গোলের ভেতর দ্বিতীয় গোলটি এসেছে নেইমারের পা থেকে। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে দ্বিতীয় গোলটি এনে দেন নেইমার।  এই নিয়ে টানা তিন বিশ্বকাপে গোল করলেন নেইমার। আর এই গোল দিয়েই নেইমার বসে গেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে ও রোনালদোর পাশে। 

এর আগে ব্রাজিলের জার্সি গায়ে শুধুমাত্র ফুটবল সম্রাট পেলে ও রোনালদো তিন বিশ্বকাপে গোল করার কীর্তি গরেছিলেন। এবার সেই কীর্তি গড়ে তাদের পাশেই বসলেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই গোলের দেখা পান নেইমার, ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও গোল পেয়েছিলেন নেইমার। এবার কাতারের মাটিতেও নক-আউটে এসে গোলের দেখা পেলেন নেইমার।  

এদিকে, আজকের ম্যাচের এক গোল করেই ব্রাজিলের জার্সিতে সর্বাধিক গোল করার তালিকায় পেলের ঠিক পেছনে চলে গেছেন। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত সর্বাধিক ৭৭ টি গোলের রেকর্ড ফুটবল সম্রাটের। আজকের ম্যাচের গোল দিয়ে এখন পর্যন্ত ৭৬টি গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর নেইমারের। ৭৬ গোল করে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকেও পেছনে ফেলেছেন নেইমার। 

Share This Article