অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেবে না আর্জেন্টিনা: স্কালোনি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৯, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১৬ অগ্রহায়ণ ১৪২৯

সব শঙ্কা উড়িয়ে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে নকআউটের প্রতীক্ষিত টিকিট পেয়েছে। আগামী ৩ ডিসেম্বর তাদের শেষ ষোলোর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ডেনমার্ককে হারিয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে ২০০৬ সালের পর প্রথমবার নকআউটে সকারুরা।

 

এই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাতবারের দেখায় ৫-১ এ এগিয়ে তারা। র‌্যাংকিংয়েও আকাশ-পাতাল তফাৎ। ৩৮ নম্বর র‌্যাংকিংয়ে থাকা দলের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যারা তিন নম্বর র‌্যাংকিংধারী দল।

কিন্তু এসব পরিসংখ্যান দেখে অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিলে যে বিপদ বাড়বে, সেটা ভালোভাবে বুঝে গেছে আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হার জ্বলজ্যান্ত উদাহরণ। পোল্যান্ডকে ২-০ গোলে হারানোর পর কোচ লিওনেল স্কালোনি জানালেন, অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেবে না তারা।

বুধবার ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, ‘তারা সবাই কঠিন, সৌদি আরবের সঙ্গে আমরা সেটা দেখেছিলাম। যদি আপনি ভাবেন অস্ট্রেলিয়া সহজ হবে, তাহলে ভুল। কারণ এই বিশ্বকাপে কঠিন দলগুলোর বাধা অতিক্রম করেছে তারা।’

অস্ট্রেলিয়াকে বিশ্লেষণ করে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, বললেন স্কালোনি, ‘আমাদের প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে হবে। আমাদের ভাবতে হবে কীভাবে তাদের আঘাত করা যায়।’


বুধবার শেষ হলো আর্জেন্টিনার গ্রুপের খেলা। শনিবার শেষ ষোলোর ম্যাচ। মাত্র দুই দিনের বিশ্রাম। আয়োজকদের এমন পরিকল্পনায় ক্ষুব্ধ কোচ, ‘আমরা আজ খুশি। কিন্তু আনন্দে গা ভাসাতে চাই না। কারণ আমি মনে করি এটা অদ্ভুত যে আমরা গ্রুপের বিজয়ী হওয়া সত্ত্বেও মাত্র দুই দিন পরই খেলতে যাচ্ছি। আমি এটা বুঝতেই পারি না। এরই মধ্যে বৃহস্পতিবার হয়ে গেছে, মাত্র দুই দিন সময়। তারপরই আবার খেলতে হবে।’

বিষয়ঃ ফিফা

Share This Article