জুমার দিন নামাজে কোন কাতারে দাঁড়াবেন?

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৮, শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৪ ভাদ্র ১৪২৯

  ইসলাম ডেস্ক :  দুনিয়ার কর্মব্যস্ততা রেখে মুমিন মুসলমান জুমার দিন মসজিদে উপস্থিত হয়। সপ্তাহের সেরা দিনের ফজিলত পেতে অনেকে ব্যস্ততা নিয়ে হলেও জুমার নামাজ আদায় করেন। 

কিন্তু অনেকেই জানেন না যে মাসজিদের কোনো কাতার এবং কাতারের কোন অংশে নামাজ পড়ার ফজিলত বেশি। জুমার জামাতে অংশগ্রহণের আগে জেনে নিই কোন কাতার ও স্থানে নামাজ পড়ার ফজলিত কী?

নামাজের কাতার ও অবস্থানের ফজিলত
১. প্রথম কাতারে নামাজ পড়া দ্বিতীয় কাতারে নামাজ পড়ার চেয়ে উত্তম।
২. আর প্রত্যেক কাতারের ডান দিকের মর্যাদা বাম দিকের চেয়ে উত্তম।
৩. আল্লাহ তাআলা প্রথম কাতার এবং কাতারের ডান দিকের উপর রহমত বষর্ণ করেন।
৪. ফেরেশতাগণ প্রথম কাতারের এবং কাতারের ডানদিকের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
৫. নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাতের প্রথম কাতারে নামাজ পড়া ব্যক্তির জন্য বিশেষ দোয়া করেছেন।
৬. নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য তিনবার ও দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য একবার দোয়া করেছেন।

জুমার দিন এ মর্যাদা ও পুরস্কারগুলো পেতে সবার আগে মসজিদে যাওয়ার বিকল্প নেই। নামাজের আজান হওয়ার আগেই নামাজের প্রস্তুতি নিতে হবে। আগে আগে ধীর পদে মসজিদে গিয়ে প্রথম কাতারের ডান দিকে অবস্থান গ্রহণ করায় মিলবে বিশেষ মর্যাদা ও পুরস্কার।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে তাঁর রহমত কামনায় প্রথম কাতারের নামাজ আদায়ের জন্য তাড়াতাড়ি মসজিদে যাওয়ার তাওফিক দান করুন। আমিন।

Share This Article