সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৮, সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৯ বৈশাখ ১৪৩০

সৌদি আরবের রাজধানী রিয়াদের ২৫ নম্বর এক্সিটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মো. মামুন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তানভীর হাসান নামের আরেক বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত হয়েছেন।

সৌদির স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় রাজধানী রিয়াদে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত তানভীরকে স্থানীয় ডক্টর সোলেমান হাবিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মামুনের বাড়ি ঢাকার ঢাকার কেরানীগঞ্জে। আহত তানভীরের বাড়ি কুমিল্লা সদর উপজেলায়।

স্থানীয় প্রবাসীরা জানান, তারা দুজন ঢাকা পল্টনের চাইনা টাওয়ার বিল্ডিংয়ের মিনহাজ ওভারসিজ রেক্রুটিং এজেন্সির মাধ্যমে গত ১০ মার্চ সৌদি আরবে ফ্রি ভিসায় আসেন। নতুন হিসেবে এখনো কাজ বা আকামা হয়নি।

রবিবার সন্ধ্যার আগে তারা বাসা থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মো. মামুন মারা যান এবং তানভীর হাসান গুরুতর আহত হন। আহতকে স্থানীয় ডক্টর সোলেমান হাবিব হসপিটালে নেওয়া হয়। বর্তমানে তিনি হসপাতালে চিকিৎসাধীন। নিহত মামুনের মরদেহ একই হসপাতালের মর্গে রয়েছে।

Share This Article