সিডনিতে গির্জায় হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ছিল: পুলিশ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫২, মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩০

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস এ ঘটনাকে ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারক’ বলে বর্ণনা করেন। বলেন, “আমরা একটি শান্তিপ্রিয় জাতি….এখানে নৃশংস চরমপন্থার কোনো স্থান নেই।”

অস্ট্রেলিয়ার সিডনির ওয়াকলি শহরতলীতে ‘খ্রিস্ট দ্য গুড শেফার্ড চার্চ’-এ প্রার্থনা চলাকালে ছুরি হাতে হামলার ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ঘোষণা করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। হামলায় গির্জার বিশপ এবং পুরোহিত দুজনই আহত হয়েছেন। এছাড়াও গির্জায় প্রার্থনা করতে আসা আরও অন্তত দুই ব্যক্তি ছুরিকাঘাতে আহত হন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং তাদের কারও আঘাত থেকে ‘প্রাণনাশের আশঙ্কা নেই’ বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী নিজেও আহত হয়েছে।

গির্জার ফেসবুক একাউন্ট থেকে আনলাইনে সোমবারের হামলার এই ঘটনা সরাসরি (লাইভ) দেখা গেছে।


যার ফলে ওয়াকলি শহরতলীতে গণ অসন্তোষ দেখা দেয়।

দ্রুত শতাধিক মানুষ গির্জার বাইরে জড়ো হয় এবং পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার সংঘাত হয়।

সংঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশের অন্তত ২০টি গাড়ি ভাংচুর করা হয়েছে।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস এ ঘটনাকে ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারক’ বলে বর্ণনা করেন। বলেন, “আমরা একটি শান্তিপ্রিয় জাতি….এখানে নৃশংস চরমপন্থার কোনো স্থান নেই।”

সিডনিতে তিন দিনে এটি ছুরি হাতে দ্বিতীয় হামলার ঘটনা। গত শনিবার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে একটি শপিংমলে একই রকম হামলায় ৬ জন নিহত হন। পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে।

Share This Article


পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করতে চাই: নরেন্দ্র মোদি

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

এআই নীতিমালা : সাইবার অপরাধ নিয়ন্ত্রণের উদ্যোগ

কমলা রঙে ঢেকে গেছে গ্রিসের আকাশ

৭ বছর পর পুরুষ থেকে নারী হলো জলহস্তীটি!

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল জ্যামাইকা

তিউনিসিয়ার উপকূল থেকে ১৪ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি