বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে ভারতে, বেড়েছে আরবে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২০, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছে প্রায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা।

বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের শীর্ষ দেশ ভারত। এই কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা চলতি বছর জানুয়ারিতে ভারতে খরচ করেছে ৯৬ কোটি ৫০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এই খরচের পরিমাণ ছিল ১১৫ কোটি ৬০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে। তবে এ সময় আরব আমিরাতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহারে খরচ বাড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী,  চলতি বছর জানুয়ারি মাসে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার। চলতি বছর জানুয়ারি মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৫৩২ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডে খরচ করেছে ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ কমিয়েছে ৪৭ কোটি ২০ লাখ টাকা।

এ দিকে, চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছে প্রায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা।

ক্রেডিট কার্ডে খরচ পর্যালোচনা করে দেখা গেছে, দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছে ডিপার্টমেন্ট স্টোরে। তারা ডিপার্টমেন্ট স্টোরে জানুয়ারি মাসে ১৮১ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৫৯ কোটি ৫০ টাকা খরচ করেছে। এরপর তারা নগদ টাকা উত্তোলনের মাধ্যমে খরচ করেছে। জানুয়ারিতে বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭ কোটি ৬০ লাখ টাকা নগদ উত্তোলন করেছে। আগের মাসেও প্রায় একই পরিমাণ অর্থ তাঁরা নগদে তুলেছিলেন।

বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাজ্য ও ভারতের নাগরিকেরা। এ তিন দেশের নাগরিকেরা মিলে গত বছর নভেম্বরে প্রায় ৮৮ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন, যা ওই মাসে মোট খরচের প্রায় ৪৯ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার চলতি বছর জানুয়ারিতে কমেছে। জানুয়ারিতে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে খরচ করেছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ কমেছে ৪০ কোটি টাকা।

Share This Article

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর


ওমরাহ পালন নিয়ে সুখবর দিল সৌদি আরব

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছেন ১২ নাবিক

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য : স্থানীয় সরকারমন্ত্রী

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা জটিল, তবে সম্ভব: রাষ্ট্রদূত

যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে’