জয়পুরহাটে র‍্যাবের অভিযান, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫০, শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৯ চৈত্র ১৪৩০

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। 

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডারসহ ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় জয়পুরহাট জেলা শহরের স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়।


আটককৃতরা ‘জানু গ্রুপ’ গ্যাংয়ের সদস্য। শনিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্প।  

আটককৃতরা হলো, গ্যাং লিডার সোহান (২৪) সাকিব খান রাতুল (২৩), আবদুল্লাহ মুমিন (২৩), জয়ন্ত কুমার (২১),  আব্দুল হাই কাফি তামিম (২৩), পিযুষ কুমার মহন্ত আনন্দ (২৪), জয় মহন্ত (২২) ও  পিপাস মোল্লা (২৩)।  

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। 

এমন নানাবিধ অভিযোগের ভিত্তিতে গতরাতে স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে গ্যাং লিডার সোহানসহ জানু গ্রুপের ৮ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article