ইতালীয় পার্লামেন্টে প্রথম ঘটল এমন ঘটনা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২০, বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

ঐতিহ্যগতভাবে পুরুষ-শাসিত ইতালির পার্লামেন্টে প্রথমবারের মতো শিশুকে বুকের দুধ খাওয়ানোর ঘটনা ঘটেছে। তাও আবার এক নারী সংসদ সদস্য তার শিশুকে বুকের দুধ খাওয়ান। এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো সংবাদ প্রচার করেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার প্রথমবারের মতো ইতালীয় পার্লামেন্টে একটি শিশু আসন গ্রহণ করেছিল, যখন আইনপ্রণেতা গিল্ডা স্পোর্টিয়েলো তার ছেলে ফেদেরিকোকে ডেপুটি চেম্বারে বুকের দুধ খাওয়ান। এ সময় গিল্ডার সহকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি অনেক দেশে আরও সাধারণ ঘটনা হবে, কিন্তু ঐতিহ্যগতভাবে পুরুষ-শাসিত ইতালির পার্লামেন্টের নিম্ন-হাউসে ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টিতে ব্যাপক গুরুত্বারোপ করেন।

খবরে বলা হয়েছে, সংসদীয় অধিবেশনে সভাপতিত্ব করতে গিয়ে জর্জিও মুলে বলেন, ‘এটি প্রথমবারের মতো, সব দলের সমর্থনে। ফেদেরিকোর দীর্ঘ, মুক্ত ও শান্তিপূর্ণ জীবনের জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে একটি সংসদীয় নিয়ম চালু করে ইতালির পার্লামেন্ট। সেই নিয়ম অনুযায়ী নারী আইনপ্রণেতারা তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে চেম্বারে (পার্লামেন্ট) প্রবেশ করতে এবং এক বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে পারবেন।

বাম ঘরানার ৫ স্টার আন্দোলনের স্পোর্টিয়েলো বলছেন, অনেক নারী সময়ের আগেই বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেন- সেটা তাদের পছন্দের জন্য নয়, বরং তারা কর্মক্ষেত্রে ফিরে যেতে বাধ্য হন বলে।

গত বছরের অক্টোবরে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জর্জিয়া মেলোনি। কিন্তু দেশটির আইনপ্রণেতাদের প্রায় দুই-তৃতীয়াংশ পুরুষ।

বুধবারের ঘটনাটি ইতালির জন্য প্রথম হলেও ১৩ বছর আগে লিসিয়া রনজুলি নামে মধ্য-ডানপন্থি ফোরজা ইতালিয়া দলের সিনেটর স্ট্রাসবার্গ ইউরোপীয় পার্লামেন্টে তার মেয়েকে বুকের দুধ খাওয়ান৷

Share This Article

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস


গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

হাসপাতালে সৌদি বাদশাহ

‘অনাহারে’দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার: জাতিসংঘ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

সার্বিক সংস্কারের ঘোষণা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ