খুলনা সিটি করপোরেশন

যেমন নগর গড়তে চান তালুকদার আব্দুল খালেক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৭, বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
  • অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক হোল্ডিংট্যাক্স  কমিয়েসেবার মান বৃদ্ধি করা হবে।
  • নগরবাসীরচিত্তবিনোদন ও পরিবেশ রক্ষায়পার্ক এবং উন্মুক্ত স্থানে আরও খেলার মাঠ নির্মাণ।
  •  মাদকমুক্ত নগর গড়ে তোলা হবে।

দেশেররুপালি শহর খুলনায় চলছে নির্বাচনী আমেজ। ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে প্রচার প্রচারণায় অন্যদের চেয়ে অনেকটাই  নীরব  তালুকদারআব্দুল খালেক। খুলনাবাসির উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিশ্রুতির ফুলঝুরি শুনিয়ে লাভ নেই, আমি কেমন সেটা আপনার ভালোই জানেন, তবে এককথায় এতোটুক বলতে পারি , পুনরায়নির্বাচিত হলে বাকি কাজ সম্পন্ন করে খুলনাকে তিলোত্তমা নগরীতে পরিণত করবো।

মঙ্গলবার৭ জুন খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, খুলনা সিটি করপোরেশনকে আধুনিক জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। কাজেই আগামী ১২ জুন আমিনির্বাচিত হলে সকলের প্রত্যাশাই শতভাগ পূরণ হবে ইনশাল্লাহ। 

মেয়র নির্বাচিত হয়ে যেমন নগরগড়তে চান তালুকদারআব্দুল খালেক : 

১. অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক হোল্ডিংট্যাক্স  কমিয়েসেবার মান বৃদ্ধি করা হবে।

২. নগরীর জলাবদ্ধতা দূরীকরণে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা সংস্কারসহ নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে।

৩. নগরীর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ১টি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করা হবে।

৪।  নগরবাসীরচিত্তবিনোদন ও পরিবেশ রক্ষায়পার্ক এবং উন্মুক্ত স্থানে আরও খেলার মাঠ নির্মাণ।

৫. বিনিয়োগ ও কর্মসংস্থান উপযোগীনগরী গড়ে তোলা হবে। 

৬. মাদকমুক্ত নগর গড়ে তোলা হবে।

৭. মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদেরনামে নগরীর রাস্তার নামকরণ করা হবে।

৮.সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার মাধ্যমে অসম্প্রদায়িক নগর প্রতিষ্ঠা করা হবে।

৯. সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন ও বিকাশ ঘটানো, জলাশয় ও পুকুরগুলো সংরক্ষণহবে এবং  শিশুদেরসাঁতার শেখানোর বিশেষ উদ্যোগ নেয়া হবে। 

১০.  নগরীরের বাজারগুলো আধুনিকায়ন করা হবে।

১১.  নগরীরপ্রাণকেন্দ্রে সিটি সেন্টার, ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, কলেজিয়েট স্কুল, বাজার নির্মাণসহ কেসিসি’র বিভিন্ন স্থাপনারছাদে ও পুকুরে সোলারপ্যানেল স্থাপন করা হবে। 

১২. দূষিত পানি রিসাইক্লিং-এর মাধ্যমে পুনর্ব্যবহারেরলক্ষ্যে   নগরভিত্তিকটেকসই পানিচক্র প্রকল্প বাস্তবায়ন করা হবে।

১২. কোরিয়ান সরকারের আর্থিক সহায়তায় খুলনা স্মার্ট সিটি বেসিক প্ল্যান প্রস্তুত করা হবে যা স্মার্ট শহরবিনির্মাণে ভূমিকা রাখবে।

নগরের ভোটাররা জানান, ২০১৩ সালের মেয়র নির্বাচনে বিজয়ী না হওয়ায় খুলনারউন্নয়ন ও অগ্রগতি পিছিয়েগিয়েছিল। এবারের নির্বাচনে ভোটাররা ভুল করলে খুলনার উন্নয়ন একেবারেই মুখথুবড়ে পড়বে। তিলোত্তমা খুলনা নগরী বিনিমার্ণে তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারও নির্বাচিত করতে হবে।

Share This Article

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস


থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

থাইল্যান্ডের রাজা-রানির রাজকীয় অতিথি শেখ হাসিনা

ওমরাহ পালন নিয়ে সুখবর দিল সৌদি আরব

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছেন ১২ নাবিক

এক দিনের ব্যবধা‌নে আবারও কম‌লো সোনার দাম

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য : স্থানীয় সরকারমন্ত্রী

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

২০২৮ সালে বিশ্ব অর্থনীতিতে ১৯তম হবে বাংলাদেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল জ্যামাইকা