চলতি বছর যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত প্রায় ১৪ হাজার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৫, সোমবার, ২২ মে, ২০২৩, ৮ জ্যৈষ্ঠ ১৪৩০

যুক্তরাষ্ট্রে চলতি বছরের ১ মে পর্যন্ত গোলাগুলিতে ১৩ হাজার ৯৫৯ জন নিহত হয়েছে। অর্থাৎ ২০২৩ সালে দেশটিতে গোলাগুলিতে দৈনিক গড়ে ১১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কিশোর ৪৯১ জন। আর শিশু ৮৫ জন। দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের বরাতে সোমবার এবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। দেশটির সিংহভাগ গোলাগুলির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আসে না।
সর্বশেষ গোলাগুলি ঘটনা ঘটেছে রোববার (২১ মে) রাত ১টার। দেশটির মিসৌরি রাজ্যের কানসাস শহরের নাইটক্লাব ক্লাইম্যাক্স লাউঞ্জে ওই হত্যাকাণ্ড তিনজন নিহত হয়েছে।

 

স্থানীয় পুলিশ জানায়, রোববার রাত ১টা ৩০ মিনিটের দিকে আমরা একটা ফোন কল পাই। এতে ক্লাইম্যাক্স লাউঞ্জে গোলাগুলির কথা আমাদের জানানো হয়। সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে যান।

তারা ঘটনাস্থলে পাঁচজনকে গুলিবিদ্ধ দেখতে পান। গুলিবিদ্ধদের দুইজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে আরেক জনের মৃত্যু হয়। বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। আরেক জনের অবস্থা স্থিতিশীল।

সংবিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রাপ্ত বয়স্করা সঙ্গে সবসময় অস্ত্র রাখতে পারেন। তাই দেশটিতে গোলাগুলি একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। তবে চলতি বছর তা রীতিমতো ‘মহামারি’ আকার ধারণ করেছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরে আত্মহত্যা যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করে ছিল। চলতি বছর গোলাগুলি সেটাকে হার মানিয়েছে। চলতি বছর দেশটিতে দৈনিক গড়ে ৬৬ জন আত্মহত্যা করেছে। অন্যদিকে গুলিতে নিহত হয়েছে তার প্রায় দ্বিগুণ, ১১৫ জন

চলতি বছর গোলাগুলির ঘটনা বাড়ায় অস্ত্র আইন কড়াকড়ি করার জন্য সরকারের ওপর যথারীতি নতুন করে চাপ বাড়ে।

বলা হয়ে থাকে, প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি অস্ত্র আইন কড়াকড়ির পক্ষে। বাইডেনসহ দলটির শীর্ষ নেতাদের অস্ত্র আইন কড়াকড়ির পক্ষে প্রকাশ্যে কথা বলতেও শোনা গেছে।

অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি অস্ত্র আইন কড়াকড়ির বিপক্ষে। তারা এ বিষয়ে প্রায় সময় চুপ থাকেন। বরং মাঝেমধ্যে তারা অস্ত্র সহজ করার পক্ষে কথা বলেন।

কিন্তু তৃতীয় মত হলো, সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রেও অস্ত্র ব্যবসা অত্যন্ত লাভজনক। যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসায়ীদের লবি অত্যন্ত শক্তিশালী। ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় পার্টির মধ্যে অস্ত্র ব্যবসায়ীদের বিশাল প্রভাব রয়েছে। তাই কোনো পার্টির শীর্ষ নেতারা চাইলেও সহজে অস্ত্র আইন কড়াকড়ি করা যাচ্ছে না।

এ অবস্থায় চাপ বাড়া সত্ত্বেও ব্যবসায়ীদের পাশ কেটে দেশটিতে অস্ত্র আইন সংস্কার করা যাচ্ছে না। সূত্র: সিবিএস নিউজ, এবিসি নিউজ

Share This Article

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস


গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

হাসপাতালে সৌদি বাদশাহ

‘অনাহারে’দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার: জাতিসংঘ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

সার্বিক সংস্কারের ঘোষণা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ