১০ ডিসেম্বর কী করবে বিএনপি, জানালেন ফখরুল
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ রাত ০৮:৪০, রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১৯ অগ্রহায়ণ ১৪২৯

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকায় আমাদের বিভাগীয় পর্যায়ের শেষ সমাবেশ। এখানে আমরা সব দল মিলে ভবিষ্যৎ কর্মসূচি সামনে নিয়ে আসব।’
৪ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম।
মির্জা ফখরুল বলেন, ‘এই আন্দোলন বিএনপির একার নয়। এটি এখন জনগণের আন্দোলনে রুপান্তর হয়েছে। বিএনপির প্রতিটি সমাবেশে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, তাতে আমরা আবারও আশার আলো দেখতে পাচ্ছি।’
ফখরুল আরও বলেন, ‘মানুষের মুখের ভাষা, তাদের আগ্রহ, নিষ্ঠা এগুলো দেখলেই বোঝা যায়, মানুষ এখন পরিবর্তন চায়।