নানা রঙের পোশাকে পলোগ্রাউন্ড মাঠে আ.লীগ নেতাকর্মীরা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৯, রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১৯ অগ্রহায়ণ ১৪২৯

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে ঢুকতে শুরু করছেন নেতাকর্মীরা। রোববার (৪ ডিসেম্বর) সকাল সাতটা থেকে বিভিন্ন জেলা, উপজেলা, থানা পর্যায় থেকে বাস, অটোরিকশা, নৌকা ও স্টিমারসহ নানা বাহনে পলোগ্রাউন্ডে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

তবে মাঠে ঢুকতে দেয়া হয় ৯টার পর। এরই মধ্যে মাঠের ভেতরে অবস্থান নিয়েছেন পটিয়া, সন্দ্বীপ ও রাউজানসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। এক এক এলাকার কর্মীরা এক এক রঙের টি শার্ট পরে এসেছেন। এর মধ্যে লাল রঙের টি শার্টে পটিয়া, কমলা রঙের টি শার্টে সন্দ্বীপ আর গোলাপি রঙের টি শার্টে রাউজানের নেতাকর্মীরা এসেছেন।

বিকেল ৩টায় শেখ হাসিনার জনসভায় ভাষণ দেয়ার কথা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চট্টগ্রাম নগরী। তাকে স্বাগত জানাতে সড়কগুলোর সৌন্দর্যবর্ধন ছাড়াও দৃষ্টিনন্দন তোরণ এবং ঝলমলে আলোকসজ্জায় বর্ণিল হয়ে ওঠেছে চট্টগ্রাম নগরী।

এরই মধ্যে প্রশাসনের পাশাপাশি দলীয় উদ্যোগে নগরের পলোগ্রাউন্ডে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে দলীয় নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বন্দরনগরীতে।

সন্দ্বীপের ১৫টি ইউনিয়ন থেকে ১৫ হাজার নেতাকর্মী এসেছে দাবি করে এমপি মাহফুজুর রহমান মিতা বলেন, বিভিন্ন ট্রলার ও বোটে করে শনিবার রাতে আমরা রওনা হয়েছি। সকাল সাতটায় চট্টগ্রাম সদর ঘাট এলাকায় নেমেছি এবং ৯টার দিকে পলোগ্রাউন্ডে সব নেতাকর্মী প্রবেশ করেন।

রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, আমরা সকাল সাতটায় পলোগ্রাউন্ড মাঠে এসেছি। যতক্ষণ জনসভা চলবে ততক্ষণ সবাই থাকব। রাউজান থেকে ২০ হাজার নেতাকর্মী এসেছেন বলেও দাবি করেন তিনি।

একই রকম দাবি পটিয়ার এমপি হুইপ শামসুল হক চৌধুরীর। তিনি বলেন, এক মাস ধরে প্রায় প্রতিদিনই  নিজ সংসদীয় এলাকায় আমরা বর্ধিত সভা, কর্মী সভা ও প্রস্তুতি সভা করেছি; ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত। পটিয়া থেকে ২১-২২ হাজার লোক জনসভায় উপস্থিত হয়েছে বলে দাবি হুইপের।

পৌনে ৫ লাখ বর্গফুটের পলোগ্রাউন্ড ময়দানের শেষপ্রান্তে নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভা মঞ্চ। সাড়ে তিন হাজার বর্গফুটের এ মঞ্চে অভ্যাগতদের বসার ব্যবস্থা করা হয়েছে। মূল মঞ্চ থেকে ৩০ মিটার সংরক্ষিত রেখে পশ্চিমে গুরুত্বপূর্ণ অতিথিদের বসার জন্য আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। পূর্বদিকে মুক্তিযোদ্ধাদের জন্য এবং মাঝখানে নারীদের জন্য নির্দিষ্ট স্থান সংরক্ষিত রাখা হয়েছে।

পলোগ্রাউন্ড মাঠে এর আগে ২০১২ সালের ২৮ মার্চ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন।

এবারের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দলের নেতারা আশা করছেন, এটি হবে এ যাবৎকালে চট্টগ্রামের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ।

Share This Article

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস


উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা

নির্দলীয় উপজেলা নির্বাচনে বিভিন্ন দলের বর্জন কি তাৎপর্যপূর্ণ?

তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে

উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

শেখ হাসিনা দেশ পরিচালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছেন: মার্কিন থিংক ট্যাংক

ফখরুলের কাছে ৬০ লাখ কারাবন্দির তালিকা চাইলেন কাদের

নাশকতার ১২ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ইশরাক

হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম মিয়া

বিএনপি ক্ষমতায় গেলে গোটা বাংলাদেশ গিলে খাবে : ওবায়দুল কাদের

গ্রামীণ ফোনের ইনকামিং কল চার্জ বন্ধ করলেও বিদেশী বন্ধুদের দ্বারা সরকারকে থ্রেট দিয়েছিলেন ইউনুস!

মোহাম্মদ নাসিমের জন্মদিন আজ

আগুনের ঘটনায় বিএনপি-জামায়াতকে সন্দেহের বাইরে রাখার সুযোগ নেই: শেখ পরশ