কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলা

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:২৬, শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১৮ অগ্রহায়ণ ১৪২৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক পাকিস্তানি নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, মিশনপ্রধান উবায়েদ-উর-রেহমান নিজামানিকে হত্যা করতে এ হামলা চালানো হয়। তবে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

গতকাল শুক্রবার এ হামলা চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, তা জানা যায়নি। সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দূতাবাসে মিশনপ্রধানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে মিশনপ্রধান নিরাপদ রয়েছেন। তবে হামলা থেকে রাষ্ট্রদূত নিজামানিকে রক্ষা করতে গিয়ে ইসরার মোহাম্মদ নামের এক নিরাপত্তাকর্মী আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, এ হামলা ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান সরকার। একই সঙ্গে আফগান সরকারের কাছে অবিলম্বে এ ঘটনায় তদন্তের দাবি জানানো হচ্ছে।

এদিকে, সাপ্তাহিক ছুটি থাকায় গতকাল শুক্রবার কাবুলের পাকিস্তান দূতাবাসে কোনো কার্যক্রম ছিল না। এরই মধ্যে মিশনপ্রধানসহ অন্য কর্মকর্তাদের সাময়িকভাবে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে।

গত মাসে কাবুলে পাকিস্তান দূতাবাসের যোগ দেন উবায়েদ-উর-রেহমান নিজামানি। ২০২১ সালের আগস্টে কট্টর ইসলামপন্থি তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে যে কয়টি দূতাবাস চালু রয়েছে, পাকিস্তানের দূতাবাস তার মধ্যে একটি।

Share This Article


হাসপাতালে সৌদি বাদশাহ

‘অনাহারে’দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার: জাতিসংঘ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

সার্বিক সংস্কারের ঘোষণা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ

ছবি তুলতে গিয়ে পড়ে গেলেন আগ্নেয়গিরিতে, চীনা পর্যটকের মৃত্যু

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০