থানায় ঢুকে পুলিশকে পেটালেন বিক্ষোভকারীরা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৩, সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১৩ অগ্রহায়ণ ১৪২৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। খবর এবিসি নিউজের।  

 

প্রতিবেদনে বলা হয়, কেরালায় আদানি বন্দর নির্মাণের বিরোধিতা নিয়েই এই সংঘাত। ভিজিনজামের সাধারণ মানুষ চান না, তাদের এলাকায় এই বন্দর তৈরি হোক। এর জেরে সেখানকার স্থানীয়রা চার মাস ধরে প্রতিবাদ করছেন। গতকাল রোববার পুলিশ পাঁচ বিক্ষোভকারীকে আটক করে। এরপরেই বিক্ষুব্ধ জনতা রাতে ভিজিনজাম থানায় হামলা চালায়। হামলায় আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় মামলার নথিতে পুলিশ বলেছে, তারা মরণঘাতী অস্ত্র নিয়ে আসে, থানায় ঢুকে পড়ে এবং পুলিশকে জিম্মি করে। গ্রেপ্তারদের ছেড়ে না দিলে পুরো থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

পুলিশ দাবি করেছে, এ ঘটনায় তাদের চারটি জিপ, দুইটি ভ্যান ও ২০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে থানার আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর সেখানের পরিস্থিতি উত্তাল। ওই অঞ্চলে ২০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করেছেন, ২০১৫ সালের ডিসেম্বর থেকে বন্দর নির্মাণের কাজ শুরু হয়। তখন থেকেই উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্যভাবে ভূমিক্ষয় শুরু হয়েছে। এতে জেলেদের ওপর প্রভাব পড়েছে। অনেকেই ইতোমধ্যে এলাকা ছেড়েছে। এ ছাড়া বিপাকে পড়েছে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় ৫৬ হাজার মানুষ। তাদের দাবি এই প্রকল্পের কাজ যেন সরকার অবিলম্বে বন্ধের আদেশ দেয়।

অন্যদিকে আদানি গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, আইন মেনেই এই বন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বিষয়ঃ ভারত

Share This Article


হাসপাতালে সৌদি বাদশাহ

‘অনাহারে’দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার: জাতিসংঘ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

সার্বিক সংস্কারের ঘোষণা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ

ছবি তুলতে গিয়ে পড়ে গেলেন আগ্নেয়গিরিতে, চীনা পর্যটকের মৃত্যু

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০