ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা কাতার বিশ্বকাপের সেরা গোল বাছাই করেছে। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছে এই গোল। বিশ্বকাপে অভিযানের শুরুতেই দুর্দান্ত এ গোল করেন ব্রাজিলের রিচার্লিসন। স্বপ্নের ‘হেক্সা’ জয়ের মিশনে দল বেশিদূর যেতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে এ অর্জন তার। সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের করা গোলটি-ই আসরের সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।