কেন বার বার চুরি হয় বিশ্বকাপ ?

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৪, সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৪ পৌষ ১৪২৯

বর্তমানে বিশ্বকাপের ট্রফিটির আর্থিক মূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার। এই দামের সোনা দিয়ে একজন খেলোয়াড়কে আগাগোড়া মুড়ে দেয়া সম্ভব। এর উচ্চতা ১৪ ইঞ্চি, ওজন ৬.১ কেজি। এর মধ্যে ৫ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।  বর্তমান বাজারদর অনুযায়ী ট্রফিটির শুধু আর্থিকমূল্যই দেড় লাখ মার্কিন ডলার।

ইতিহাসে একটি দেশই বিশ্বকাপ ট্রফিটি চীরকালের জন্য নিজ দেশে নিয়ে যেতে পেরেছিলো। সেটি হলো ব্রাজিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ট্রফিটি চুরি হওয়ার পর ব্রাজিলের হাতে নেই কোন ট্রফি। এরপর ব্রাজিল আরও দুটি বিশ্বকাপ জেতে। কিন্তু মূল ট্রফিটি পেতে হলে ব্রাজিলকে আরেকবার চ্যাম্পিয়ান হতে হবে।  

তবে বিশ্বকাপ চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ১৯৬৬ সালে ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার হল থেকেও চুরি হয়েছিলো বিশ্বকাপ ট্রফি,যদিও  সেটি উদ্ধার করা সম্ভব হয়। মূলত এর ভেতরে থাকা কোটি টাকার স্বর্ণের লোভেই  চোররা বার বার হাত বাড়ায় বিশ্বকাপের দিকে।

ফিফার আইন মোতাবেক ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতায় ট্রফিটি দিয়ে দেয়া হয় ব্রাজিলকে। এর ঠিক ১৩ বছর পর ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর ব্রাজিলের ফুটবল কনফেডারেশন ভবন থেকে ট্রফিটি চুরি হয়ে যায়। ট্রফিটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হয় ট্রফিটি গলিয়ে স্বর্ণ হিসেবে বিক্রি করে ফেলেছিলো চোররা।

২০১৫ সালে ট্রফির ছোট্ট এক টুকরো অংশ উদ্ধার করা সম্ভব হয়েছিলো। সেখান থেকে পাওয়া একটু স্বর্ণ নিয়ে নকল একটি ট্রফি বানানো হয়েছিলো। ব্রাজিলের কাছে বিশ্বকাপের স্মৃতি বলতে শুধু ওটুকুই আছে।

অন্যদিকে ১৯৭০ সালে ব্রাজিলকে চীরতরে ট্রফিটি দিয়ে দেয়ায় প্রয়োজন পড়ে আরেকটি ট্রফির। ১৯৭১ সালে গাজ্জানিকা বর্তমানের নকশায় নতুন করে তৈরি করেন এই ট্রফি। তৎকালীন সময়ে এর পেছনে খরচ হয়েছিলো ৫০ হাজার মার্কিন ডলার।

বর্তমানে বিশ্বকাপের ট্রফিটির আর্থিক মূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার। এই দামের সোনা দিয়ে একজন খেলোয়াড়কে আগাগোড়া মুড়ে দেয়া সম্ভব। এর উচ্চতা ১৪ ইঞ্চি, ওজন ৬.১ কেজি। এর মধ্যে ৫ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।  বর্তমান বাজারদর অনুযায়ী ট্রফিটির শুধু আর্থিকমূল্যই দেড় লাখ মার্কিন ডলার।

তবে এই ট্রফিটির আর্থিক মূল্যের বাইরেও রয়েছে বহুমাত্রিক মূল্য। সব মিলিয়ে যা ১ কোটি ডলারের কম নয়। তাই তো চোররা মুখিয়ে থাকে এই ট্রফিটি চুরি করার জন্য।

বিষয়ঃ বিশ্বকাপ

Share This Article