‘সফল বিশ্বকাপ আয়োজন’: কাতারকে সৌদির বাদশা ও যুবরাজের অভিনন্দন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৯, মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫ পৌষ ১৪২৯

সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

 

বিবৃতিতে সৌদি বাদশাহর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপনাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ পাঠাতে পেরে আমরা আনন্দিত। আপনাদের ভবিষ্যত অর্জনের জন্যও শুভ কামনা।’

একই বার্তা দিয়েছেন সৌদি যুবরাজও। তিনিও কাতারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারকে অভিনন্দন জানিয়েছে।

২০ নভেম্বর শুরু হওয়া কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে ১৮ ডিসেম্বর। আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছে অংশগ্রহণকারী দেশ ও বিভিন্ন দেশ থেকে যাওয়া ফুটবল ফ্যানরা।

বিষয়ঃ ফিফা

Share This Article