নির্বাচনে জিতলেন যেসব নারী প্রার্থী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৩, সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২৪ পৌষ ১৪৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশ হওয়া ২৯৮টি আসনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগ জোটের প্রার্থীরা জিতেছেন ২২২টি আসনে। ৬২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৮টি আসনের ফল পাওয়া গিয়েছে। এসব আসনের মধ্যে ১৮ জন নারী প্রার্থী জয় লাভ করেছেন। 

তবে, এক প্রার্থী মারা যাওয়ার কারণে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ছাড়া ভোটে কারচুপির অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশ হওয়া ২৯৮টি আসনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগ জোটের প্রার্থীরা জিতেছেন ২২২টি আসনে। ৬২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল একটি করে আসেন জিতেছে।

জাতীয় নির্বাচনে নারী প্রার্থীদের সরাসরি মনোনয়নের সংখ্যা বরাবরই কম হলেও এবারের জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন অতীতের তুলনায় বেশি ছিল। 

যদিও তা ছিল পুরুষের তুলনায় মাত্র পাঁচ শতাংশ। এবারের নির্বাচনে ২৯৯ আসনে এক হাজার ৯৭১ জন প্রার্থী ছিলেন। যাদের মধ্যে মাত্র ৮৮ জন নারী প্রার্থী এবং ২ জন তৃতীয় লিঙ্গের ছিলেন।

এই ৮৮ জন নারী প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত ১৮ জন সংসদ সদস্য নির্বাচিত হবার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১৪ জন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ থেকে এবং বাকি ৪ জন নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যেসব নারী প্রার্থী বিজয়ী হন, তারা হলেন-

১. গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২. সুনামগঞ্জ -২ আসনে জয়া সেন গুপ্ত।

৩. শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) বেগম মতিয়া চৌধুরী

৪. কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ডা. সৈয়দ জাকির নূর লিপি

৫. চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে খাদিজাতুল আনোয়ার সনি 

৬. কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার 

৭. চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দীপু মনি 

৮. সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ড. জান্নাত আরা হেনরী 

৯. মাদারীপুর-৩ আসনে মোসা. তাহমিনা বেগম

১০. রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের ড. শিরীন শারমিন

১১. বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাহাদারা মান্নান

১২. মুন্সিগঞ্জ-২ আসনে অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি

১৩. গাইবান্ধা-১ আসনে আব্দুল্লাহ নাহিদ নিগার 

১৪. গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উম্মে কুলসুম স্মৃতি

১৫. ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নিলুফার আনজুম পপি 

১৬. গাজীপুর-৩ আসনে রুমানা আলী টুসি

১৭. গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি

১৮. বাগেরহাট-৩ হাবিবুন নাহার

Share This Article