আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা

  অনলাইন ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৫, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫ আশ্বিন ১৪২৯

সম্প্রতি বাজারে ১৪ সিরিজের আইফোন উন্মোচন করেছে অ্যাপল। তবে উন্মোচনের দুই সপ্তাহ না পেরোতেই ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ আসা শুরু হয়েছে। বিশেষ করে আইফোন ১৪ প্রোর ব্যবহারকারীরা ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। 

ব্যবহারকারীদের অভিযোগ সাধারণভাবে ব্যবহারের সময় ক্যামেরা নড়ে যায় এবং ইনস্টাগ্রাম, টিকটকসহ অন্যান্য প্লাটফর্মে ব্যবহারের সময় অদ্ভুত শব্দ হতে থাকে। ১৪ প্রোর কিছু ব্যবহারকারী টুইটারে তাদের ১ হাজার ডলার স্মার্টফোনের উদ্ভট ক্যামেরা পারফরম্যান্সের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ভার্জ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপলের আইফো ১৪ প্রো ও প্রো ম্যাক্সে গুরুতর কিছু সমস্যা রয়েছে। ব্যবহারকারীরা দুটি সমস্যার কথা প্রকাশ করেছে।

প্রথমত, প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনগুলোর ক্যামেরা লেন্স অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। গাড়িতে চলার সময় যেমনটা হাত কেঁপে থাকে ঠিক তেমনি। যে কারণে ছবি ও ভিডিও অত্যন্ত ঘোলা হয়। পরের সমস্যাটি খুব বড় না হলেও ভবিষ্যতের জন্য মারাত্মক। ভার্জের তথ্যানুযায়ী, কয়েকজন ব্যবহারকারী তাদের ক্যামেরা ব্যবহারের সময় উদ্ভট আওয়াজ হওয়ার বিষয়টি জানিয়েছে। আওয়াজটি ক্যামেরার লেন্স থেকে আসতে থাকে। তেমন ক্ষতিকর না হলেও ব্যবহারকারীদের অভিযোগ, আওয়াজটি কারণে ডিভাইসের ভেতরে কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয়।

৯টু৫ম্যাক প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইফোন ১৪ প্রোর ব্যবহারকারীরা যখন সেলফোনে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করতে যায় তখনই উদ্ভট শব্দ তৈরি হয় এবং ক্যামেরা কাঁপতে থাকে। অ্যাপগুলোর মধ্যে টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমও রয়েছে।

৯টু৫ম্যাক আরো জানায়, রেডিটের একজন আইফোন ১৪ প্রো ব্যবহারকারী জানান, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহারের সময় ফ্ল্যাগশিপ ডিভাইসটি মারাত্মকভাবে কাঁপতে থাকে। আরেকজন ব্যবহারকারী জানান, স্ন্যাপচ্যাট ব্যবহারের সময় ডিভাইসের ক্যামেরা অনেক কাঁপে এবং উদ্ভট শব্দ করতে থাকে। তবে এ সমস্যার বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

বিষয়ঃ ICT

Share This Article


থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

থাইল্যান্ডের রাজা-রানির রাজকীয় অতিথি শেখ হাসিনা

ওমরাহ পালন নিয়ে সুখবর দিল সৌদি আরব

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছেন ১২ নাবিক

এক দিনের ব্যবধা‌নে আবারও কম‌লো সোনার দাম

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য : স্থানীয় সরকারমন্ত্রী

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

২০২৮ সালে বিশ্ব অর্থনীতিতে ১৯তম হবে বাংলাদেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল জ্যামাইকা