ভরণ-পোষণের জন্য ছেলেদের বিরুদ্ধে বাবার মামলা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫৬, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫ আশ্বিন ১৪২৯

ভরণ-পোষণ না দেয়ায় দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার আব্দুল হক নামের এক বৃদ্ধ বাবা। সোমবার দুপুরে যশোর আদালতে তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- আব্দুল হকের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ।

মামলার বিবরণে জানা গেছে, আব্দুল হকের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে আবুল কালাম আজাদ কৃষি কাজ ও আসাদ চাকরি করেন। আসাদকে এমএ পাস করানোর পর ব্যবসার জন্য আব্দুল হক সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন। এক পর্যায়ে বেনেয়ালী বাজারে বাড়িসহ ২৬ শতক জমি তারা দুই ভাই ও মায়ের নামে লিখে নেন। আবুল কালাম বাড়িতে থাকেন এবং আসাদ চাকরির সুবাদে সাতক্ষীরায় থাকেন।

আসাদের ভাগের একটি কক্ষে আব্দুল হক বসবাস করতেন। ২ সেপ্টেম্বর আসাদ বাড়ি এসে ঘর থেকে তাকে বের করে তালা লাগিয়ে দেন।

বাদীর আইনজীবী আলমগীর সিদ্দিক বলেন, দুই ছেলে বাবার ভরণ-পোষণ দেন না। বর্তমানে তিনি বাজারের লোকজনের সহযোগিতায় কোনোরকম জীবন যাপন করছেন। ছেলেদের সঙ্গে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ভরণ-পোষণের দাবিতে আদালতে মামলাটি করেছেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

Share This Article


কাবিননামায় উল্লেখ করতে হবে বরের স্ত্রী সংখ্যা

নাশকতার ১২ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ইশরাক

মানি লন্ডারিং মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিলেন আদালত

ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

বুয়েটে ছাত্র রাজনীতি চলবে : হাইকোর্ট

বুয়েটে ছাত্ররাজনীতির অনুমতি চেয়ে হাইকোর্টে রিট

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

এস কে সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ জুন

কারাগারে জন্ম নেওয়া শিশুর মাকে জামিন দিলেন হাইকোর্ট

অবন্তিকার আত্মহত্যা: প্রক্টর দ্বীন ইসলাম জেলে

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়ার নির্দেশ