আনারস পাতা থেকে উন্নত সুতা!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫০, সোমবার, ৯ মে, ২০২২, ২৬ বৈশাখ ১৪২৯

মৌলভীবাজারে আনারসের পাতা থেকে তৈরি হবে উন্নতমানের সুতা। এমন সম্ভাবনাই দেখছেন গবেষকরা।

 

সম্প্রতি শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় আনারসের পাতার ওপর পরীক্ষা চালিয়ে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি গবেষকরা।

আনারসের কেটে ফেলা পাতা পরীক্ষা করে এমনই প্রমাণ পেয়েছে এগ্রো ভিশন নামে একটি সংগঠন। মৌলভীবাজারের আনারস বাগানের সম্ভাবনাকে কাজে লাগাতে জাপানি কনসালট্যান্ট টিম নিয়ে আসে এগ্রো ভিশন।

প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করে আনারসের পাতায় ভালো ফাইবার পাওয়ায় সুতা তৈরির সম্ভাবনা উজ্জ্বল এবং এ থেকে তৈরি কাপড় আরামদায়ক বলেও জানান গবেষকরা।

আনারস চাষিরা জানান,একটি পরিপূর্ণ গাছে ৩৬টি পাতা হয়। এ এলাকার আনারসের পাতাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে একটি সুতার কারখানা।

শ্রীমঙ্গলে ৪০৯ হেক্টর জমিতে আনারস চাষ হয়। এর সঙ্গে সম্পৃক্ত প্রায় ৫০০ কৃষক। যদি কেউ আনারসের পাতা থেকে সুতা তৈরির উদ্যোগ নেয় তাহলে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

এতে কৃষকরা অতিরিক্ত কিছু আয়ের সুযোগ পাওয়ার পাশাপাশি  আনারসের চাষাবাদ বাড়বে। উপকৃত হবে এলাকার কৃষকরাও।

Share This Article