হাতিরঝিলে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৪, সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩০

রাজধানীর হাতিরঝিলে ভাসমান অবস্থায় ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, মৃত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সঙ্গে রাগারাগি করে অভিমানে তিনি হাতিরঝিলের পানিতে আত্মহত্যা করেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে হাতিরঝিল রামপুরা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরবর্তী সময়ে অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। বাবার নাম ফজলুল কাদের চৌধুরী। রাজধানীর উত্তর শাহজাহানপুরে তিনি পরিবারের সঙ্গে থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত আওলাদ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রোববার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে যান তিনি। সোমবার হাতিরঝিলে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


রাজশাহীতে ৪২ ডিগ্রি তাপমাত্রা, ‘হিট স্ট্রোকে’ যুবকের মৃত্যু

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

দুপুরের মধ্যে সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত

আপাতত রক্ষা পাচ্ছে  ৩ সহস্রাধিক গাছ

সাহিত্য চর্চার আড়ালে নিষিদ্ধ পর্নগ্রাফির কারিগর টিপু কিবরিয়া

সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬

খুলনায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

কেনাকাটা করে বাড়ি ফিরলে বিয়ে হওয়ার কথা ছিল