নরসিংদীতে আদালত প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৫, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩০

নরসিংদীতে সুলতান উদ্দিন (৭৮) নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে নরসিংদী আদালত প্রাঙ্গণে তিনি জ্ঞান হারান। দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধার ‍মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতান উদ্দিন সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন আইনজীবীর সহকারী (মুহুরি) ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে পেশাগত কাজে আদালতে আসেন সুলতান উদ্দিন। কাজ করার সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। পরে জেলা কালেক্টেট জামে মসজিদের সামনে এলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন পথচারীরা তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার সুলতান উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাই ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা মুশকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছে তার বুকে ব্যাথা ছিল। তার উপর প্রচণ্ড গরমের মধ্যে কাজ করছিলেন।’

এর আগে, গত ২১ এপ্রিল প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সদর উপজেলার মাধবদীতে সাফকাত জামিল ইবান (৩২) নামে একজনের মৃত্যু হয়।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


বিজয়ী প্রার্থীর সমর্থককে তুলে নিয়ে মারধর, পরাজিত প্রার্থীসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত পাইলট রিফাত

শাহ আমানতে যান্ত্রিক ত্রুটির কবলে এয়ার এরাবিয়ার ফ্লাইট

মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত হবেন পাইলট আসিম জাওয়াদ

ঢাকা থেকে মাত্র তিন ঘণ্টায় খুলনা, উচ্ছ্বসিত যাত্রীরা

সন্ধ্যার পর যেসব স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস

ভোলায় কার্গোর ধাক্কায় ট্রলারডুবি, জেলে নিহত

নরসিংদীতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, আহত ৩

বঙ্গোপসাগরে ডুবেছে লবণবাহী ২০ ট্রলার, নিখোঁজ অর্ধশতাধিক

দেশে আসার সময় কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

ফরিদপুরে বজ্রপাতে ২১ মাদ্রাসাছাত্র আহত, হাসপাতালে ভর্তি ১১

হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি