ফরিদপুরে বজ্রপাতে ২১ মাদ্রাসাছাত্র আহত, হাসপাতালে ভর্তি ১১

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৫, মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদ্রাসার ২১ ছাত্র আহত হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১ ছাত্রকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলেই নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।  

সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালে শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাদ্রাসার মাঠে বজ্রপাত হয়। এতে মাদ্রাসার ২১ শিক্ষার্থী আহত হয়। মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়।

আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ কেরামত আলী বলেন, ‘২১ ছাত্র অসুস্থ হয়ে পড়েছিল। এরমধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফিরে গেছে। ২১ ছাত্র এখনো হাসপাতালে ভর্তি রয়েছে।’ 

Share This Article