সবচেয়ে কম বলে ১০০০ ছক্কার রেকর্ড!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৪, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

আইপিএলের এক মৌসুমে সবচেয়ে কম বলে ১০০০ ছক্কার রেকর্ড হলো। ২০২৪ আসরে মাত্র ৫৭ ম্যাচ ও ১৩,০৭৯ বলে এই কীর্তি হলো। এক মৌসুমে ১০০০ ছক্কা এর আগে মাত্র দুবারই হয়েছে ২০২২ ও ২০২৩ সালে।

গতকাল বুধবার সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচে এই রেকর্ডটি স্পর্শ করা হয়। যেখানে লক্ষ্ণৌ ইনিংসের অষ্টম ওভারে জয়দেব উনাদকাটের বলে পর পর দু’টি ছক্কা মারেন ক্রুণাল পান্ডিয়া। 

দ্বিতীয় ছক্কাটি এ বারের আইপিএলের ১০০০তম ছক্কা। আইপিএলের ইতিহাসে কোনো বার এত কম বলে ১০০০ ছক্কা হয়নি।

২০২৩ সালে ১১২৪টি ছক্কা হয়েছিল। তার মধ্যে ১০০০টি ছক্কা মারতে লেগেছিল ১৫,৩৯০ বল। এত দিন সেটাই ছিল রেকর্ড। তার আগের বছর ২০২২ সালে ১০৬২টি ছক্কা মেরেছিলেন ব্যাটারেরা। ১৬,২৬৯ বল লেগেছিল ১০০০টি ছক্কা মারতে।

Share This Article