অস্ত্র-গ্রেনেডসহ বাংলাদেশে ঢুকল মিয়ানমারের ৫ বিজিপি সদস্য

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৫, সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩০

কক্সবাজারের টেকনাফের ঝিমংখালী সীমান্ত দিয়ে রোববার রাতে আবারও ৫ বিজিপি সদস্য অস্ত্র ও গ্রেনেডসহ অনুপ্রবেশ করেছে।  তাদের আপাতত হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুপ্রবেশ করা ৫ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে দুদিনে অনুপ্রবেশ করা বিজিপি সদস্যের সংখ্যা এখন ১৪ জন।

স্থানীয়রা বলেন, রাতে মিয়ানমারের বলিবাজার এলাকার ৭ বিজিপি ক্যাম্পের ৫ বিজিপি সদস্য আত্মরক্ষার্থে অনুপ্রবেশ করেছে। তবে তারা বিজিবি হেফাজতে রয়েছে বলে শুনেছি।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, বিজিবি সদস্যরা সীমান্তে দায়িত্বে রয়েছেন। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় প্রস্তুত।

Share This Article