রপ্তানি আয়ে টানা চার মাস রেকর্ড

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০১, বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ২২ ফাল্গুন ১৪৩০

টানা চার মাস রেকর্ড গড়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে সার্বিক রপ্তানি আয় ৩ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৭০৭ কোটি ডলার।
 

 

ধারাবাহিক ভাবে রেমিট্যান্স বৃদ্ধির পর এবার টানা চার মাস রপ্তানি আয় ৫০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এই রেকর্ড অর্জিত হয়।

সূত্রমতে, চলতি বছর জানুয়ারিতে পণ্য রপ্তানি ৫৭২ কোটি ডলারে পৌঁছেছে, যা এখন পর্যন্ত এক মাসের মধ্যে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতেও রপ্তানি হয় ৫১৯ কোটি ডলারের পণ্য।

এর আগে গত বছর নভেম্বরে রপ্তানি আয় এসেছিলো ৫০৯ কোটি ডলার। ডিসেম্বরে আয় হয়েছে ৫৩১ কোটি ডলার।

সব মিলিয়ে ধাবাহিকতা বজায় থাকায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে সার্বিক রপ্তানি আয় ৩ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৭০৭ কোটি ডলার।

সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিব ‘র  হালনাগাদ পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article