রপ্তানি আয় কিছুটা কমার কারণ জানালেন প্রধানমন্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০২, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৫ মাঘ ১৪৩০

রপ্তানি আয় বাড়াতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল্প বাজার খোঁজার পাশাপাশি রপ্তানিকৃত পণ্য বহুমুখীকরণেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

করোনাভাইরাস পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায় পড়ে দেশের রপ্তানিখাত।  
ফলে যেসব দেশে রপ্তানিকৃত পণ্য যেত, সেখানে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, বাজার সংকুচিত হয়েছে, তাই অর্ডার কিছুটা কমেছে। রপ্তানী আয়ও কমেছে কিছুটা।

তবে আশার কথা হচ্ছে, রপ্তানি আয় বাড়াতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল্প বাজার খোঁজার পাশাপাশি রপ্তানিকৃত পণ্য বহুমুখীকরণেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে রপ্তানি আয় তেমন একটা কমেনি।

গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share This Article