ভক্তদের টাকা ফেরত দেবেন এআর রহমান

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩২, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২৮ ভাদ্র ১৪৩০

এআর রহমানের কনসার্টে টিকিট কেটেও অনেক ভক্ত ঢুকতে পারেননি। ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ভক্তদের কথা চিন্তা করে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান।

গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ে এআর রহমানের কনসার্ট ছিল। শো দেখতে আসন সংখ্যার চেয়ে বেশি মানুষ হওয়ায় ধাক্কাধাক্কি শুরু হয়। এতে টিকিট কেটেও অনেকে ভেতরে ঢুকতে পারেননি। এমনকি কেউ কেউ শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।

এমন পরিস্থিতিতে এক এক্সবার্তায় এআর রহমান লেখেন, চেন্নাইয়ের অনুষ্ঠানের দর্শকেরা যারা টিকিট কেটেও অপ্রত্যাশিত পরিস্থিতি এবং ঘটনার জন্য শো দেখতে পারেননি, ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারেননি, তাদের অনুরোধ করব তারা যেন টিকিটের কপি শেয়ার করেন। নিজেদের সমস্যার কথা জানিয়ে এখানে মেইল করুন। আমাদের টিম যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে।

ভক্তদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আয়োজকদেরও সমালোচনা করেছেন অস্কারজয়ী এই সংগীত পরিচালক। আরেক এক্সবার্তায় তিনি লেখেন, মানুষ আমাকে সর্বকালের শ্রেষ্ঠ, ইংরেজিতে গ্রেটেস্ট অব অল টাইম (গোট) বলেন। এবার না হয় ‘বলির পাঁঠা’ হলাম।

তিনি আরও লেখেন, এ অভিজ্ঞতা থেকে যেন সবাই সচেতন হন। লাইভ কনসার্টে যেন আরও উন্নতমানের ব্যবস্থা নেওয়া হয়। দেশের ট্যুরিজম বাড়ে। আয়োজকদের দর্শকের ভিড় সামলানোর সক্ষমতা বাড়ে। ট্রাফিক ব্যবস্থাপনা আরও ভালো হয়। নারী ও শিশুদের নিরাপত্তার দিকটাও সঠিকভাবে খেয়াল রাখা হয়।
 

বিষয়ঃ তারকা

Share This Article


যদি মনে করি, সিঙ্গেল থেকে ডাবল হতে চাই তখনই হব : জয়া

‘আপনি কেমন আছেন’, পদ্মশ্রীজয়ী বন্যাকে মোদির প্রশ্ন

দিল্লির মিনি বেঙ্গল চিত্তরঞ্জন পার্কে উচ্চাঙ্গ সংগীতের আসর

অভিনেতা অলিউল হক রুমি আর নেই

পরী-মধুমিতা-সোহমের ‘ফেলুবক্সী’র প্রথম ঝলক

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

শিল্পী সমিতির নির্বাচন: কে কত ভোট পেলেন

ডিপজলকে নিয়ে ভয় কাজ করছে না: নিপুণ

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না মৌসুমী-ফেরদৌস

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুরু

৮৭ হাজার টাকার মদ খান পরীমনি, আরও যা ঘটেছিল সেই রাতে

পরীমনিকে নিয়ে সংবাদ করার ক্ষেত্রে সংযত থাকতে বললেন আইনজীবী