দুর্গাপূজা : ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা !

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৮, রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১০ আশ্বিন ১৪২৯

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা। প্রতি বছরই এ উৎসব পালন করতে গিয়ে মন্ডপগুলোতে ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। আর সেই অভিজ্ঞতার আলোকে এবার পূজার নিরাপাত্তায় কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার, যাকে ইতিহাসের সর্বোচ্চ ব্যবস্থা বলে অভিহিত করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে এবার ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজার উৎসব চলছে, এর সবগুলো মন্ডপকেই আনা হয়েছে নিরাপত্তার আওতায়।

 

এসব পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছাড়াও এক লাখ ৯২ হাজার আনসার সদস্য নিয়োজিত থাকবেন। তারা ২৪ ঘণ্টা মন্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন৷ পাশাপাশি সার্বক্ষনিক নজরদারি চালাবেন গোয়েন্দা বিভাগের কয়েক হাজার সদস্য৷

এর বাইরে থাকছে স্বেচ্ছাসেবক টিম, যারা হাতে আর্মব্যান্ড পরে নজরদারির পাশাপাশি পূজার মন্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখার কাজ করবেন।

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালত বসানোর পাশাপাশি সব পূজামণ্ডপে লাগানো হয়েছে সিসি ক্যামেরা, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সহজেই তা শনাক্ত করা যায়।

ইতোমধ্যে পূজার সময় পুলিশ সদর দপ্তর এবং জেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর মাধ্যমে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে৷

এছাড়া পূজায় যে-কোনও ধরনের গুজবের ব্যাপারে বিশেষ নজর রাখা হবে৷ এর জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম। তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সার্বক্ষনিক মনিটরিং করছেন। এরকম কোনো ঘটনা ঘটলে তা কঠোর হাতে দমন করা হবে৷

সর্বোপরি আজানের সময় প্রত্যেক পূজামণ্ডপে বাদ্যযন্ত্রের শব্দ সহনীয় রাখার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷

উল্লেখ্য, গত বছর পূজা চলাকালীন সময়ে কুমিল্লার একটি মন্দিরে পবিত্র কোরআন অবমাননার সাজানো অভিযোগ তুলে ব্যাপক হামলা চালানো হয়৷ এর রেশ ধরে একাধিক মন্দির ও পূজামণ্ডপ ভাঙচুর করা হয়৷ হিন্দুদের বাড়িতেও হামলা চালানো হয়৷

কোরআন অবমাননার কথিত সেই ঘটনার প্রতিক্রিয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী ও রংপুরেও হিন্দুদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা ঘটে৷

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে’

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত

প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন

কাতারের কাছে দীর্ঘমেয়াদি জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ

নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের সুপারিশ

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৫ জুন

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

পুলিশ শুধু আইনশৃঙ্খলায় নয়, মানবিকতায়ও নজির স্থাপন করেছে