ঈদে চিকিৎসা সেবায় কোন অসুবিধা হয়নি: স্বাস্থ্য মন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২২, সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩০

ঈদ ছুটিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিনিয়র কনসালটেন্টসহ ডাক্তার নার্সদের পেয়েছি।  আমি মনে করি, এই ঈদ ও নববর্ষের বিশাল ছুটিতে সমগ্র বাংলাদেশের চিকিৎসা সেবায় কোন অসুবিধা হয়নি। হাসপাতালের কার্যক্রমও ভালভাবে চলেছে৷

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, মন্ত্রী হওয়ার আগেও আমি হাসপাতাল পরিদর্শন করেছি৷ এমন কোন ঈদ  ও  দুর্গাপুজা নেই যেদিন আমি হাসপাতালে যাইনি৷

আমি আগে হাসপাতাল থেকে আমি উৎসবে যেতাম৷ এই চিন্তা থেকেই আমি এবারও ঈদ ছুটিতে হাসপাতাল পরিদর্শনে গিয়েছি। যাতে কর্তব্যরত ডাক্তার নার্সরা আমাকে দেখে উৎসাহ পান। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পান৷

সোমবার ( ১৫ এপ্রিল) সকালে সচিবালয়ের সভাপক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন৷

এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ঈদ ছুটিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিনিয়র কনসালটেন্টসহ ডাক্তার নার্সদের পেয়েছি।  আমি মনে করি, এই ঈদ ও নববর্ষের বিশাল ছুটিতে সমগ্র বাংলাদেশের চিকিৎসা সেবায় কোন অসুবিধা হয়নি। হাসপাতালের কার্যক্রমও ভালভাবে চলেছে৷

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা তার বক্তব্যে বলেন, ঈদের ছুটিতে ঢাকাসহ প্রতিটা প্রান্তিক জনগণ যেন চিকিৎসা সেবা পান সে লক্ষ্যে হাসপাতালের পরিচালকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি৷ কোথাও থেকে কোন অভিযোগ আসেনি৷ আমি মনে করি, এই ছুটিতে প্রান্তিক মানুষও সঠিক স্বাস্থ্য সেবা পেয়েছেন৷

সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে  স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন শেখ  হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসারত সাবেক সিভিল সার্জন ডা. দীন মোহাম্মদসহ প্রতিষ্ঠানটিতে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা পরিদর্শন করেন। 

Share This Article


রাফাহতে ইসরায়েলি বিমান হামলা, ১৩ ফিলিস্তিনি নিহত

আজও থাকছে তীব্র তাপদাহ

প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়েছে র‌্যাব: মুখপাত্র

আইনগত সহায়তা পাওয়া নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

পদ্মা সেতুতে ১৫শ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক

হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন

জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা বলতে হবে: ওবায়দুল কাদের

অনন্য ব্যক্তিত্ব শহীদ শেখ জামাল

শেখ জামালের জন্মদিন আজ

শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে হবে ক্লাস, মানতে হবে নির্দেশনা