কামরাঙ্গীরচরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৮, মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯

ঢাকার কামরাঙ্গীরচরের পশ্চিম বড় গ্রাম এলাকার একটি বাসা থেকে মো. জামাল হোসেন (৪৭) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম জানান, খবর পেয়ে কামরাঙ্গীরচরের পশ্চিম বড়গ্রামের একটি বাসার তৃতীয় তলা থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই মো. শফিউল বলেন, জামাল দীর্ঘদিন হতাশাগ্রস্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। হতাশাগ্রস্ত থাকায় তার রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জামাল হোসেনের ছেলে রবিন জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর জেলার মুন্সিরহাট গ্রামে। তারা কামরাঙ্গীরচরের পশ্চিম বড়গ্রাম এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article