১৯ দশমিক ২৭ শতাংশ অগ্রগতি আইসিটির ২৭ প্রকল্পের

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫২, সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮
পলক
পলক

চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন ২৩টি উন্নয়ন, ৩টি কারিগরি ও ১টি নিজস্ব প্রকল্পসহ ২৭টি প্রকল্পের জন্য নিজস্ব অর্থায়নসহ বরাদ্দ হয় ১ হাজার ৪৫২ কোটি ৭১ লাখ টাকা। প্রকল্পগুলোর নভেম্বর পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ১৯ দশমিক ২৭ শতাংশ।

চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন ২৩টি উন্নয়ন, ৩টি কারিগরি ও ১টি নিজস্ব প্রকল্পসহ ২৭টি প্রকল্পের জন্য নিজস্ব অর্থায়নসহ বরাদ্দ হয় ১ হাজার ৪৫২ কোটি ৭১ লাখ টাকা। প্রকল্পগুলোর নভেম্বর পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ১৯ দশমিক ২৭ শতাংশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২১-২২ অর্থবছরের নভেম্বরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। রবিবার (৫ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ অনলাইনে যুক্ত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান ও প্রকল্পের পরিচালকরাও অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বঙ্গবন্ধু হাই-টেক সিটি ২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, ইনফো সরকার-৩ প্রকল্প, দুর্গম এলাকায় তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্প ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা প্রকল্পের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

Share This Article