ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪৮, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩০

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ বাসিন্দা নিহত ও বেশ কয়েকটি ভবন ও পৌর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার এই হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেছেন, হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় একটি চারতলা ভবন, একটি হাসপাতাল, একটি শিক্ষা স্থাপনা ও একাধিক ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ চাউস দাবি করেছেন, রাশিয়া তিনটি ইস্কান্দার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে।

আহতদের শহরের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। আঞ্চলিক হাসপাতালের প্রধান স্থানীয়দের রক্তদানের আহ্বান জানিয়েছেন।

চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র ওলেক্সান্দার লোমাকো বলেছেন, বুধবার স্থানীয় সময় রাত ৯টার পর তিনটি বিস্ফোরণ শহরের ব্যস্ত অংশকে ছিন্নভিন্ন করে দিয়েছে। একটি বহুতল ভবন বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও বলেছেন, দুর্ভাগ্যবশত বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে রাশিয়া। চেরনিহিভে হামলায় আবারও তা প্রমাণিত হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মিত্রদের কাছ থেকে সমর্থন চেয়েছেন।

ইউক্রেনের কাছে আকাশ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম থাকলে এই হতাহতের ঘটনা ঘটতো না বলে জানান জেলেনস্কি। এমনকি রাশিয়ার ত্রাস মোকাবিলায় বিশ্বের যদি দৃঢ়তা পর্যাপ্ত থাকতো তাহলেও এমনটা ঘটতো না বলেও মন্তব্য করেন তিনি।

Share This Article


রাফাহতে ইসরায়েলি বিমান হামলা, ১৩ ফিলিস্তিনি নিহত

মোদির মতো দেখতে কে এই পানিপুরি বিক্রেতা

ট্রাম্পের সঙ্গে নির্বাচনী তর্কযুদ্ধের জন্য আমি প্রস্তুত: বাইডেন

চীনে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫

প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প

পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করতে চাই: নরেন্দ্র মোদি

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

এআই নীতিমালা : সাইবার অপরাধ নিয়ন্ত্রণের উদ্যোগ