ডিম না মুরগি?
অবশেষে জানা গেলে কে আগে !
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৪:১৩, সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১২ পৌষ ১৪২৮

ডিম আগে না মুরগি আগে, এই বিতর্ক কবে শুরু হয়েছিলো কেউ জানে না। তবে যুগ যুগ ধরে চলা সেই বিতর্ক এবার শেষ হতে চলেছে।
ব্রিটেনের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। দীর্ঘদিন গবেষণার পর তারা সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন বলে দাবী করেছেন। তাদের গবেষণা মতে, ডিম নয়, মুরগিই আগে এসেছে।
প্রমাণ হিসেবে তারা দেখিয়েছে, ডিমের সাদা অংশে ওভোক্লিডিন (ওসি-১৭) নামে প্রোটিন থাকে। ডিমের সৃষ্টিতে এই প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই ওভোক্লিডিন প্রোটিন মুরগির গর্ভাশয়ে পাওয়া যায়।
গবেষকদের দাবি, গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরি হয়েছে। সেই প্রোটিন থেকেই ডিমের সৃষ্টি। আর এর থেকে প্রমাণিত যে, প্রথমে মুরগি এসেছে, তারপর ডিম।
বিষয়ঃ
গবেষণা
বিশ্ব সংবাদ