অস্কারের তালিকা থেকে বাদ পড়ল ‘রেহানা মরিয়ম নূর’

অস্কারের ৯৪তম আসরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়লো বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রাথমিক ভোটের জন্য রাখা ১৫টি সিনেমার নাম প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।
বুধবার অস্কারের প্রচারণা বিভাগ ই-মেইলে এসব তথ্য জানিয়েছে।
এবারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই ৭৪তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল। সেগুলোর সবই পুরস্কারও জিতেছে।
মূল প্রতিযোগিতা বিভাগে যৌথভাবে গ্রাঁ প্রিঁ জয়ী আসগর ফারহাদির ‘অ্যা হিরো’ (ইরান) ও জুহো কুয়োসমানেন পরিচালিত ‘কম্পার্টমেন্ট নম্বর সিক্স’ (ফিনল্যান্ড), সেরা চিত্রনাট্য পুরস্কার জয়ী রাইয়ুসুকি হামাগুচির ‘ড্রাইভ মাই কার’ (জাপান), সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী জোয়াকিম ট্রিয়ার পরিচালিত ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে) অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা
১. গ্রেট ফ্রিডম (অস্ট্রিয়া)
২. প্লেগ্রাউন্ড (বেলজিয়াম)
৩. লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম (ভুটান)
৪. ফ্লি (ডেনমার্ক)
৫. কম্পার্টমেন্ট নম্বর সিক্স (ফিনল্যান্ড)
৬.আই’ম ইউর ম্যান (জার্মানি)
৭. ল্যাম্ব (আইসল্যান্ড)
৮. অ্যা হিরো (ইরান)
৯. দ্য হ্যান্ড অব গড (ইতালি)
১০. ড্রাইভ মাই কার (জাপান)
১১. হাইভ (কসোভো)
১২. প্রেয়ারস ফর দ্য স্টোলেন (মেক্সিকো)
১৩. দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)
১৪. প্লাজা ক্যাটেড্রাল (পানামা)
১৫. দ্য গুড বস (স্পেন)