কাঁচার পর এবার ভাইরাল ভাজা বাদাম (ভিডিও)

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪৭, সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৫ পৌষ ১৪২৮

‘আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বীরভুমের ভুবন বাদ্যকরের গান। প্রত্যন্ত এলাকার কাঁচা বাদাম বিক্রেতাই এখন সোশ্যাল মিডিয়ার হিরো।

তার ‘কাঁচা বাদাম’ গানের অনুকরণে এবার তৈরি হলৈা নতুন গান ‘ভাজা বাদাম।’ এই গানের স্রষ্টা আরেক বাদাম বিক্রেতা। জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা গুরুপদ সরকার। তিনি ‘ভাজা বাদাম’ গান তৈরি করেছেন।

ভুবন বাদ্যকর গান গেয়ে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন। তবে গুরুপদ সরকার জলপাইগুড়ি শহরে একটি নির্দিষ্ট জায়গায় বসে বাদাম বিক্রি করেন। হাতে তার দাঁড়িপাল্লা। সামনে সাজানো বাদাম। মুখে গাইছেন, ‘আমার কাছে নেই কাঁচা বাদাম, আমার কাছে আছে ভাজা বাদাম।’

গুরুপদর এই গানও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ‘কাঁচা বাদাম’-এর মতোই ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে ‘ভাজা বাদাম’ গানও।

ভাজা বাদাম গান গেয়ে ভাইরাল হওয়া গুরুপদ বলেন, গান গাইলে অনেক মানুষকে আকর্ষণ করা যায় সহজে। তাই আগের তুলনায় বাদাম বিক্রি বেড়েছে। আর সেটাই ছিল লক্ষ্য। তাই ভুবন বাদ্যকারের পথ অনুসরণ করি।

তিনি বলেন, নিজের মতো করে সবার কাছে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলাম। তাই ভাজা বাদাম গান গেয়েছি। তবে ‘কাঁচা বাদাম’ গানের অনুকরণে ‘ভাজা বাদাম’ গান বানিয়েছি।

Share This Article