এপিকটা আসরে চার এ্যাওয়ার্ড বাংলাদেশের

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০৭, রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৪ পৌষ ১৪২৮
এপিকটা এ্যাওয়ার্ড
এপিকটা এ্যাওয়ার্ড

এ বছরের এপিকটা এ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটি শ্রেণীতে বিজয়ী এবং দুটি মেরিট এ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ।

এবারের প্রতিযোগিতায় পাবলিক সেক্টর ও ডিজিটাল গবর্নমেন্ট শ্রেণীতে বিজয়ী হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট শ্রেণীতে বিজয়ী হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।

এ ছাড়াও ‘টারশিয়ারি স্টুডেন্ট’ শ্রেণীতে মেরিট এ্যাওয়ার্ড জিতেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এবং ‘সিনিয়র স্টুডেন্ট’ শ্রেণীতে মেরিট এ্যাওয়ার্ড জিতেছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আইসিটি সংশ্লিষ্ট সংগঠনগুলোর শীর্ষ জোট এশিয়া প্যাসিফিক আইসিটি এ্যালায়েন্স (এপিকটা)। ১৭ সদস্য অর্থনীতির এ জোটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস)।

এই প্রতিযোগিতায় এ বছরই প্রথম বাংলাদেশের অংশ নেয়ার কথা জানিয়েছে বেসিস। এতে বেসিসের সদস্য প্রতিষ্ঠান, সরকারী সংস্থা এবং আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন শ্রেণীতে মোট ৪০টি প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানিয়েছে সংগঠনটি।

১ সেপ্টেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বিচারকাজ সম্পন্ন হয়ে ১৫ ডিসেম্বর বিজয়ী ঘোষণা করে এপিকটা। এবারের প্রতিযোগিতার আয়োজক ছিল মালয়েশিয়া।

এর আগে ২০১৭ সালে এটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়। এপিকটার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনাই দারুসসালাম, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নেপাল।

Share This Article

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস