নিকোলা টেসলার ভুমিকম্প মেশিন

ভয়ে নিজের যন্ত্র ভেঙ্গে ফেলেছিলেন যিনি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৮, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮
নিকোলা টেসলার বানানো ভূমিকম্প মেশিনের ডিজাইন
নিকোলা টেসলার বানানো ভূমিকম্প মেশিনের ডিজাইন

১৮৯৩ সালে বিজ্ঞানী টেসলা একটি যন্ত্রের পেটেন্ট করেন। সেটি হলো স্টীম-চালিত যান্ত্রিক ওসিলেটর (steam-powered mechanical oscillator)। কি কাজ করত এই মেশিন? 

 

এই মেশিনেরমূল কাজ ছিলো ঝাকুনি সৃষ্টি করা। টেসলার উদ্দেশ্য ছিলো এই ঝাকুনি থেকেই তিনি বিদ্যুত উৎপাদন করবেন। এই মেশিনটি পরীক্ষা করার জন্য সাংবাদিকদের উপস্থিতিতে সেটি চালু করেছিলেন টেসলা। কিন্তু মেশিনে এতোই কাপুনি সৃষ্টি হয়েছিলো যে নিউইয়র্ক সিটি’র ল্যাবরেটরী বিল্ডিংটি ভয়ানকভাবে ভেঙ্গে পড়বে বলে মনে হচ্ছিল। ওখানকার সব ভারী মেশিনারীগুলোর উড়তে শুরু করল। ভয়ে সবাই ছুটোছুটি করে পালিয়ে গেল। খবর পেয়ে পুলিশ ঘিরে ফেললো সেই ভাবন। 

 

টেসলা ভয় পেয়ে একটা হাতুড়ি দিয়ে ওসিলেটরটি ভেঙ্গে দেন। তা না হলে,  ঝাঁকুনিতে আর কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংটা ভেঙ্গে পড়ে যেত। বিজ্ঞানী টেসলা পুলিশকে নানানভাবে বুঝিয়ে শান্ত করলেন। কথা দিলেন এমন পরীক্ষা আর করবেন না। 

পরবর্তীতে টেসলার অসিলেটরের ধারণার উপরে ভিত্তি করে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল তৈরী হয়। কিন্তু কম্পন ধরানোর মতো মেশিন আজও আবিস্কার করা সম্ভব হয়নি। 

Share This Article