চুল ও ত্বকের স্বাস্থ্য ফেরাতে গুড়ের ব্যবহার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৬, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮

অনলাইন ডেস্কঃ মিষ্টি খাবারে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা হয়। গুড়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। যা শরীরের ফ্রি র‍্যাডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে। এটি যে স্বাস্থ্যের জন্যই ভালো। তা কিন্তু নয়। চুল ও ত্বকের যত্নেও এটি সেরা উপায়।

রূপচর্চায়ও দিব্যি গুড় ব্যবহার করা যায়। তাতে ত্বকের উজ্জ্বলতা তো ফিরবেই, সঙ্গে হবে আরও নানা ধরনের উপকার। আসুন জেনে নেই ত্বক ও চুলের যত্নে গুড়ের ব্যবহার-

 * ত্বকের পুষ্টি: গুড়ে রয়েছে নানা ধরনের ভিটামিন। আছে বিভিন্ন খনিজ পদার্থ। এসবের প্রভাবে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

 * ব্রণ: বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থের উপস্থিতির কারণে সহজেই ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে গুড় খেলে। কমতে পারে ব্রণও।

* বলিরেখা: বয়সের ছাপ পড়ছে ত্বকে? বলিরেখা থেকে মুক্তি দিতে পারে গুড়। তিলের সঙ্গে মিশিয়ে মুখে গুড় মাখলে উধাও হতে পারে বলিরেখা।

* চুলের যত্ন: ত্বকের পাশাপাশি, চুলেরও যত্ন নিতে পারে গুড়। মুলতানি মাটি, গুড় ও দই মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। দশ মিনিট পরে চুল ধুইয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক লাগালে চুল হবে ঘন ও কালো।

Share This Article