আবারও মিথিলার প্রেমের গুঞ্জন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১৯, মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

বিনোদন ডেস্ক:
গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একসঙ্গে কাজ করতে গিয়ে কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির প্রেমে পড়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। পরবর্তীতে সৃজিতকে বিয়েও করেন। দুই বছরের বেশি সময় ধরে সংসার করছেন তারা। কিন্তু এবার কলকাতার আরেক পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে মিথিলার ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে টালিউডে ‘গুঞ্জন’ এখন চরমে। খবর জিনিউজের।

এক সাক্ষাৎকারে দেবালয় জিনিউজকে জানান, মিথিলার সঙ্গে পরিচয় ছিল না। শুটিং সেটে আলাপ হয়েছে। ওর সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো। অসম্ভব ইন্টারেস্টিং, শিক্ষিত এবং বুদ্ধিমতী একজন নারী মিথিলা। মিথিলার সঙ্গে শুধুই তার বন্ধুত্বের সম্পর্ক।

চারদিকে কথা ছড়াচ্ছে নতুন প্রেমে মজেছেন আপনি- এমন প্রশ্নের উত্তরে দেবালয় বলেন, হ্যাঁ- এটা সবাই মজা করে করছেন। নানা ধরনের কথা ছড়াচ্ছে, আমার কানেও আসছে। আমি খুব ইনজয় করছি। তবে মিথিলার মতো বন্ধু পেলে আমার ভালোই লাগবে। মিথিলা কলকাতা থাকলে চা খেতাম, কফি খেতাম, ভালোই লাগত আমাদের।

মিথিলার সঙ্গে আপনার ‘বিশেষ বন্ধুত্ব’ তৈরি হয়েছে, যেটি প্রেমের সম্পর্কের দিকেই ইঙ্গিত করছে- এমন প্রশ্নের জবাবে দেবালয় বলেন, মিথিলাকে নিয়ে সৃজিতের সঙ্গে আমার ভালো কথা হয়। আমি সৃজিতকে শ্রদ্ধা করি। আমি আর সৃজিত অনেকদিনের পরিচিত। তাই আমি চাই না কেউ অন্যদিকে ইঙ্গিত করুক। আমি চাই, আমাদের বন্ধুত্ব অটুট থাকুক। আমার মনে হয় না এ নিয়ে ওদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা আগামীতে হবে।

মিথিলা ভালোবেসে ২০০৬ সালে বিয়ে করেন তাহসানকে। তাদের ঘরে একমাত্র সন্তান মেয়ে আইরা। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জিকে ভালোবেসে বিয়ে করেন মিথিলা।

বিষয়ঃ তারকা

Share This Article


তানজিন তিশার অপেশাদার আচরণের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস

তোদের জ্বলবে, আমার তাতেই চলবে, কাদের ইঙ্গিত করলেন বুবলী!

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

কেউ ‘আন্টি’ বললে মামলা করবেন অভিনেত্রী!

শুটিংয়ে অসুস্থ শাকিব-সোনাল

‘দরদ’ সিনেমার শুটিং দৃশ্য প্রকাশ্যে

দর্শক চাহিদায় সিনেপ্লেক্সে ‘মুজিব’-এর দ্বিগুণ শো

'মুজিব: একটি জাতির রূপকার' দেখে কেন কেঁদেছেন তারা

‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন

রেকর্ড করতে চলেছে ‘মুজিব’ সিনেমা