কান চলচ্চিত্র উৎসবে 'মুজিব' বায়োপিকের ট্রেলার প্রকাশ

বিশেষ প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত 'মুজিব: একটি জাতির রূপকার' ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ১৯ মে রাত ১০টায় প্রকাশিত ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর পুরো জীবনের এক ঝলক।
শ্যাম বেনেগাল নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন, আরিফিন শুভ,নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, ফেরদৌস, প্রার্থনা দীঘি, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। আর সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।
'মুজিব' বায়োপিকের ট্রেলারটি ফ্রান্সের ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে উন্মুক্ত করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরসহ সিনেমার পরিচালক ও অভিনেতারা।