ক্যাটরিনাকে চুমু আর আদরে ভরিয়ে দিলেন ভিকি

বিনোদন ডেস্ক: ভালোবাসা ঝরে পড়েছে প্রতিটা ছবিতে, স্বপ্নপুরীর রাজকুমারের হাত ধরে হাঁটছেন ‘রাজকুমারী’ ক্যাটরিনা। ভিক্যাট জুটির প্রি-ওয়েডিং ফাংশনের কিছু ছবি ভাইরাল হচ্ছে। যেখানে তাদের ভালোবাসা প্রকাশ পাচ্ছে।
রাজস্থানের ৭০০ বছরের পুরোনো দুর্গের ছাদের পড়ন্ত বিকালে জমে উঠেছে ভিকি-ক্যাটরিনার রোম্যান্স। মঙ্গলবার আবারও ইনস্টাগ্রাম, ফেসবুকের দেওয়ালজুড়ে শুধুই ভিক্যাট জুটির প্রেমের গল্প।
প্রি-ওয়েডিং ফাংশনের একগুচ্ছ অদেখা ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ক্যাটরিনা-ভিকি, সেখানে প্যাস্টেল রঙা ফ্লোরাল শাড়িতে ঝলমল করলেন ক্যাটরিনা।
মাথায় একই রঙের ঘোমটা টেনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বউয়ের সঙ্গে রঙ মিলিয়েই সাজলেন ভিকি। সাবেকি পোশাকে বরাবরের মতোই হ্যান্ডসাম ক্যাটরিনার ম্যান!
চারিদিকে ছড়ানো গোলাপের পাপড়ি, পরস্পরকে ভালোবাসায় কাছে টেনে নিলেন দুজনে। ক্যাটরিনার মাথায় আদুরে চুমু আঁকলেন ভিকি।
ঠিক যেন হেঁটে আসছে কোনও এক রূপকথার রাজকন্যে, হাতে ফুলের গুলদস্তা, মুখে উজ্জ্বল হাসি- মোহময়ী রূপে লেন্সবন্দী ক্যাটরিনা।
বিয়ের এই অদেখা মুহূর্ত শেয়ার করে পরস্পরকে বিশেষ বার্তা দিলেন ক্যাটরিনা-ভিকি…. ‘টু লাভ, অনার, চেরিস…’ (To love, honour and cherish) অর্থাৎ পরস্পরকে এইভাবেই আজীবন সম্মান, ভালোবাসা দিয়ে আগলে রাখবেন তাঁরা।