বিকিনি পড়ে কেক কাটায় আমির কন্যাকে নিয়ে বিতর্ক
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ১২:৫২, শুক্রবার, ১৩ মে, ২০২২, ৩০ বৈশাখ ১৪২৯

সম্প্রতি নেট দুনিয়া আমির খানের কন্যার জন্মদিনের একটি ছবি নিয়ে বেশ হইচই শুরু হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, আমির কন্যা ইরা খান বিকিনি পড়ে জন্মদিনের কেক কাটছেন। পাশে আছেন তার মা-বাবা ও ছোট ভাই। বলিউড কালচারে এটি উল্লেখযোগ্য কোন বিষয় না হলেও আমাদের দেশে এটি নিয়ে ব্যপক উৎসাহ দেখা গেছে।
বিশেষ করে মুসলিম পরিবার হওয়ায় দেশীয় নেটিজেনরা আমির খানকে একচোট নিচ্ছেন। তবে দেশীয় নেটিজেনদের এসব কথাবার্তা আমির খানের কানে পৌছাবে কিনা সেটি নিশ্চিত নয় কেউই।