ঈদের যেসব নাটক ইউটিউব কাঁপাচ্ছে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৩, রবিবার, ৮ মে, ২০২২, ২৫ বৈশাখ ১৪২৯


বিনোদন ডেস্ক: 
ঈদের আমেজ এখনো সবখানে বিরাজ করছে। ঘরমুখী ও কর্মব্যস্ত মানুষের মাঝেও চলছে ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দেশের টিভি চ্যানেলগুলো সপ্তাহব্যাপী আয়োজন করে থাকে। যা ছোট পর্দায় চোখ বুলালেই স্পষ্ট।

 

তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিগত কয়েক বছর ধরেই টিভি পর্দার বহু দর্শক ঝুকেছে ইউটিউব ও বিভিন্ন অ্যাপে-এ। ব্যস্ততার কারণে ঈদ আয়োজন মিস হলেও ইউটিউবই যেন তাদের শেষ ভরসা। 

আবার অনেকেই বিজ্ঞাপনের দৌরাত্ম্য থেকে বাঁচতে বেছে নিয়েছে ইউটিউব। এসব বিষয় মাথায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠান বা টিভি চ্যানেলগুলো তাদের নাটক প্রচারের পরপরই উন্মুক্ত করে ইউটিউবে। এবার দেখে নেওয়া যাক- ঈদের কোন নাটকগুলো ইউটিউব কাঁপাচ্ছে।

শুরুতেই দর্শকদের দেখার তালিকায় সবার উপরে আছে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর রমজান’ নাটকটি। ধ্রুব মিউজিকের ব্যানারে নির্মিত এটি প্রচার হয় ঈদের দিন রাতে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলমসহ অনেকেই। ইউটিউবে প্রকাশের একদিন পরই নাটকটি দেখেছেন ৫২ লাখ ৬৫ হাজারেরও বেশি দর্শক। আর মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ১৯ হাজার দর্শক।

মাহমুদ মাহিন পরিচালিত ‘হাঙ্গর’ নাটকটি প্রকাশের চারদিনে দেখেছেন ২৬ লাখ ৬৩ হাজারেরও বেশি দর্শক। মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি অভিনীত এই নাটকের মন্তব্যের ঘরেও পড়েছে ৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া।

এরপর আছে ‘তুই আমার না তো কারো না’ নাটকটি। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, আন্নী মাচ্ছানিয়াদ, কায়েস চৌধুরী, সেতুসহ অনেকেই। মাত্র চারদিনে নাটকটি দেখেছেন ২১ লাখেরও বেশি দর্শক। ঈগল মিউজিকের প্রযোজনায় নাটকটি দেখে মন্তব্যও করেছেন প্রায় দেড় হাজার দর্শক।

কাজল আরেফিন অমির ‘ব্যাড বাজ’ নাটকটিও ইউটিউব কাঁপাচ্ছে। ‘ক্লাব ইলেভেন’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার ১ দিনের মধ্যেই এটি দেখেছেন প্রায় ১৮ লাখ দর্শক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, পার‌সা ইভানা, শরাফ আহমেদ জীবনসহ অনেকে।

জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘ডিগবাজি’ নাটকটি এগিয়ে আছে। সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশের তিনদিনের মধ্যেই নাটকটি দেখেছেন ১৭ লাখেরও বেশি দর্শক। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর।

নাটক ‘দ্য কিডনাপার’ ইউটিউবে উন্মুক্ত হওয়ার ৩ দিনে দেখেছেন প্রায় ১৪ লাখ ৪৫ হাজার দর্শক। কাজল আরেফিন অমির পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, সাবিলা নূর।

প্রচারের দশদিনে ৩০ লাখেরও বেশি দর্শক দেখেছেন রুবেল হাসানের ‘মিস্টার অভিনেতা’ নাটকটি। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব-মেহজাবীন।

এ ছাড়াও ইউটিউবে দর্শকদের দেখার তালিকায় এগিয়ে আছে- ‘অঘটন’, ‘টু বাই টু লাভ’, রুমমেট’, ‘উড়ো প্রেম’, ‘বিবাহ করিতে ইচ্ছুক’, ‘লাভ ভার্সেস ক্রাশ টু’, ‘প্রিয়জন’, ‘লাভ এন্ড ওয়ার’, ‘জামাই আপ্যায়ন ৩’, ‘সরি বিন্দু’ নাটকগুলো।

Share This Article


জেবা জান্নাতের ওপর ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা

৫০ বছর বয়সে কন্যা সন্তানের বাবা হলেন প্রভুদেবা

ফারুকের আসনে মনোনয়ন ফরম কিনলেন সিদ্দিক

মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দিলেন স্ত্রী

আমেরিকান অভিনেতা কস্টনার ও বামগার্টনার বিচ্ছেদ

রুচির দুর্ভিক্ষ কাটাতে বাসায় শিক্ষক রেখে পড়ছেন হিরো আলম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন নলিউড অভিনেত্রী মার্সি আইগবে

স্বাস্থ্য-চেহারা যখনই ঠিক করতে যাই, তখনই ঝামেলায় পড়ি : হিরো আলম

ডিজে অ্যাজেক্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পুনরায় ভোট গণনার আবেদন করলেন হিরো আলম

বইমেলা শুরু কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গভীর রাতে হিরো আলমের ভোটের প্রচারে মুনমুন