রিকশা

জনপ্রিয়তার উৎস ও আবিষ্কারের গল্প

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১২, সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮
১৯৪০ সালের দিকের একটি জাপানি রিকশা
১৯৪০ সালের দিকের একটি জাপানি রিকশা

রিকশা আবিস্কার হয়েছে জাপানে, পেটেন্ট পেয়েছে যুক্তরাষ্ট্রে, নানাভাবে সংস্কার হয়েছে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। কিন্তু বিস্ময়করভাবে রিকশার দেশ হয়েছে বাংলাদেশ, রিকশার শহর হয়েছে ঢাকা। শুধু তাই নয়, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ২০১৪ সালের ২২শে নভেম্বর ঢাকাকে রিকশার নগরী হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

১৯৩৭ সালে নারায়ণগঞ্জের এক পাট কোম্পানি রেলি ব্রাদার্সের এক কেরানী যদু গোপাল দত্ত কলকাতা থেকে একটি রিকশা নিয়ে আসেন। সেখান থেকেই রিকশার শুরু। এর আগে পূর্ববঙ্গে কেউ রিকশা দেখেননি।

এরপর তার দেখাদেখি অনেকেই রিকশা আনতে শুরু করেন। এরপর ঢাকা পৌরসভা ১৯৪১ সালে রিকশার লাইসেন্স দিতে শুরু করে। পৌরসভার রেকর্ড মতে ১৯৪৪ সালেও ঢাকায় রিকশার সংখ্যা হয় ৩৭টি।

ঢাকার প্রথম রিকশাটি ছিলো প্যাডেলে। মজার বিষয় হচ্ছে, প্রথমদিকে কয়েকটি হাতে টানা রিকশাও ঢাকায় আনা হয়েছিলো। কিন্তু মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া হওয়ায় ঢাকার পৌরসভা সেটি নিষিদ্ধ করে। কারণ গরু বা ঘোড়ার গাড়ির পশু যেভাবে গাড়ি টেনে নিয়ে যায়, মানুষকেও সেভাবে রিকশাটি টানতে হতো।

মানব-চালিত মানববাহী এই বাহনটি বাংলাদেশের বাইরে আর কোন দেশেই এতো পরিমাণে নেই। বর্তমানে শুধু ঢাকা শহরেই রিকশা আছে ১৫ লাখ। আর সারাদেশে কত আছে তার কোন হিসেব নেই। ঢাকার ৪০ শতাংশ মানুষ এখনও নিয়মিত চলাচলের ক্ষেত্রে রিকশার ওপর নির্ভরশীল।

কিন্তু প্রশ্ন হচ্ছে, ১৯৫০ সালের আগেই বেশিরভাগ দেশ থেকে রিকশা উঠে গেলেও বাংলাদেশে কেন এখনও রিকশা রয়ে গেছে?

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে রিকশা রয়ে যাওয়ার মূল কারণটিই অর্থনৈতিক। এ দেশে প্রতিবছর নদীর গর্ভে বিলিন হয় লাখো মানুষের পরিবার। এছাড়াও নানান কারণে বেকার হয়ে যাওয়া মানুষ প্রাথমিক আয়ের জন্য বেছে নেয় রিকশা।    

রিকশার লাইসেন্স লাগলেও রিকশা চালাতে কোনও লাইসেন্স লাগে না। যে কেউ ইচ্ছে করলেই একটা রিকশা নিয়ে বেড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে ধনী গরিব সবাই রিকশায় চড়েন। কাছাকাছি কোথাও যেতে রিকশার জুড়ি নেই। আর অন্যান্য যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় রিকশাতেই ভরসা করেন সাধারণ মানুষ। তাই বিভিন্ন দেশে রিকশা কমলেও বাংলাদেশে এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই বাহনটি।

Share This Article

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলবিরোধী বিক্ষোভ: মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া: অপু

থাইল্যান্ডের সঙ্গে ৫ নথি সই, চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, বিএনপি দেখে না: কাদের

মার্কিন চাপ নয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ হলেই জিম্মি মুক্তি দেবে হামাস