ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ সময় (শুক্রবার) ভোরে দীর্ঘ বিমানযাত্রা শেষ করে ক্রাইস্টচার্চে পা রাখে টাইগাররা।
এখন পুরো দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনপর্ব শেষ হলে করোনা পরীক্ষা শেষে অনুশীলনের অনুমতি পাবেন ক্রিকেটাররা।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে মধ্যরাতে নিউজিল্যান্ডের বিমানে চড়ে মুমিনুল হকের দল। এই সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট হেরে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর মধ্যে আবার শেষ টেস্টটি বৃষ্টির কারণে মাত্র আড়াই দিনের মত খেলা হওয়ার পরও ইনিংস ও ৮ রানে হেরেছে মুমিনুলের দল। এমন পারফরম্যান্সের পর কঠিন নিউজিল্যান্ড সফর, ঘুরে দাঁড়ানো বড় চ্যালেঞ্জই হবে।