তারকাদের ছেড়ে দেওয়া নিয়ে কেকেআর এ বিতর্ক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৩, সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

স্পোর্টস ডেস্ক:
আসন্ন ১৫তম আসরকে সামনে রেখে ইতোমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল গোছানো শুরু করে দিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি ধরে রেখেছে ক্যারিবীয় দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন আর ভারতীয় দুই তারকা বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটিশ আইয়ারকে।

কেকেআর ছেড়ে দিয়েছে সাকিব আল হাসান, অধিনায়ক ইয়ন মরগান, অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, দীনেশ কার্তিক, শুভমান গিল, নিথিশ রানা,টিম সিপার্ট, বেন কাটিং, হরভজন সিং ও কুলদিপ যাদবের মতো তারকাকে।

ভারতীয় ওপেনার শুভমান গিলকে ছেড়ে দেওয়া নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। গিল দীর্ঘদিন ধরে কেকেআরের টপ অর্ডারের স্তম্ভ হয়ে ছিলেন।

ধারাবাহিক পারফর্ম করে নিজের যোগ্যতা প্রমাণও করেছেন শুভমান। সে থাকলে টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারত কেকেআর। তাকে ছেড়ে দেওয়া নিয়ে চলছে ঘরে বাইরে বিতর্ক।

প্লেয়ার বেচা কেনার আসর নিলাম থেকে সেরা ক্রিকেটাদের দলে নিয়ে সেই বির্তক এড়াতে চাইবে আইপিএলের দুইবারের শিরোপা জয়ী দল কেকেআর।

Share This Article