সাদা শাড়িতে ভিকির বাড়িতে ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক:
ভিকি ক্যাটরিনার বিয়ে নিয়ে অনবরত খবর আসছেই। আগামী সপ্তাহেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তাঁরা। রোববার রাতে নিজের পরিবারকে নিয়ে সেজে গুজে ভিকির বাড়িতে হাজির হলেন ক্যাট।
পরেন সাদা রাফেল শাড়ি, কপালে ছোট্ট টিপ, ভারী কানের দুলে এক কথায় অপরূপ সুন্দরী লাগছে ক্যাটকে।
অন্যান্য সময় এড়িয়ে চললেও বেশ কয়েকদিন ধরেই মিডিয়ার সামনে হাসিমুখ পোজ দিতে, হাত নাড়তে দেখা যাচ্ছে ক্যাট সুন্দরীকে। ভিকির বাড়ির নিচে ফটোশিকারীদের দেখে হাসিমুখে হাত নাড়লেন ক্যাটরিনা। ঠিক যেমনটা করেছিলেন ভিকি।
সম্প্রতি ক্যাটের বাড়িতে রাতে হাজির হন অভিনেতা। প্রথমে একটু সংকোচ করলেও আবারো ফিরে এসে পাপারাজ্জিদে উদ্দেশে অভিবাদন জানান।
ভিকির ঘনিষ্ঠরা বলছেন, শুক্রবারই আইন মোতাবেক বিয়ে সেরেছেন বলিউডের লাভ বার্ডস। সন্ধ্যা গড়াতেই ক্যাটরিনা কাইফের বাড়িতে ভিকির দেখা মিলে। যদিও কোনও জমকালো পোশাক নয় বরং হবু বরের দেখা মিলল পরনে ক্যাজুয়াল নীল টি-শার্ট, জিনস, মাথায় টুপি-মুখে মাস্ক।
এভাবেই ভিকিকে প্রবেশ করতে দেখা গেল পাত্রীর বাড়ি। কেউ কেউ আবার বলছেন ক্যাটের ফ্ল্যাটে আজ সন্ধ্যাতেই শুধু মাত্র পরিবারের উপস্থিতিতে 'চুপকে চুপকে' বিয়ে সেরেছেন ভিকি কৌশল ও ক্যটিরিনা কাইফ।
জানা যায়, ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিলাসবহুল রিসর্ট সিক্স সিজন ফোর্ট বারওয়ারাতে বসতে যাচ্ছে ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ের আসর।
ভিকি কৌশলের জন্য বুক করা হয়েছে ম্যানসিং স্যুট আর হবু কনের জন্য বুক হয়েছে রাণী রাজকুমারি স্যুট। এই দুটি স্যুটের প্রতিদিনের ভাড়া প্রায় ৭ লাখ টাকা ভারতীয় মুদ্রা। হবেই না কেন বলিউডের অন্যতম সফল দুই অভিনেতার বিয়ে বলে কথা।